এসআইআরের কাজের জন্য শিবির চালু করছে নির্বাচন কমিশন। —প্রতীকী চিত্র।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর কাজের জন্য পশ্চিমবঙ্গের সব বৃদ্ধাশ্রম, আশ্রম এবং প্রতিবন্ধী হোমও শিবির চালু করতে হবে। জেলা নির্বাচনী আধিকারিক (ডিইও)-দের এমনটাই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার গিরিশ পার্ক এবং শোভাবাজার এলাকায় এই ধরনের শিবির করা হবে। ওই শিবিরে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজকুমার আগরওয়াল। রাজ্যের বিভিন্ন যৌনপল্লিতে এই ধরনের শিবির চালু করার জন্য আগেই সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এ বার বিভিন্ন বৃদ্ধাশ্রম, আশ্রম এবং প্রতিবন্ধী হোমেও একই ধরনের শিবির খোলার সিদ্ধান্ত নিল তারা।মঙ্গলবার কলকাতায় মোট তিনটি জায়গায় বিশেষ শিবির চলবে। ১৮ নম্বর ওয়ার্ডে কদমতলা মিলন সঙ্ঘে এবং শীতলা মন্দিরের কাছে দু’টি শিবিরের আয়োজন করা হবে। তৃতীয় শিবিরটি হবে ২৬ নম্বর ওয়ার্ডে পুরসভার ‘ঘরে বাইরে’ কমিউনিটি হলে।
রাজ্যের সিইও দফতর সূত্রে খবর, ওই শিবিরগুলি থেকে এনুমারেশন ফর্ম পূরণ করা হবে। যাঁরা নতুন ভোটার, যাঁদের ভোটার তালিকায় নাম নেই, তাঁদের ফর্ম ৬ পূরণ করিয়ে তালিকাভুক্ত করার কাজও হবে এই শিবিরগুলি থেকে। কমিশনের দাবি, গোটা দেশে এই প্রথম বার এমন শিবির চালু করা হচ্ছে। এনুমারেশন ফর্ম জমা করার শেষ তারিখ আগামী ১১ ডিসেম্বর। এই সময়সীমাকে আগেই এক সপ্তাহ বাড়ানো হয়েছে। এই সময়সীমাকে ফের এক দফা বৃদ্ধি করা হবে কি না, তা এখনও কমিশনের তরফে জানানো হয়নি। এ অবস্থায় এসআইআর-এর কাজের জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তে শিবির চালু করছে কমিশন।
এর আগে এসআইআরের কাজের জন্য কলকাতার চার যৌনপল্লিতে বিশেষ শিবির করেছে নির্বাচন কমিশন। সোনাগাছি, খিদিরপুর, কালীঘাট এবং বউবাজার এলাকায় যৌনপল্লিতে চলতি মাসের শুরুতে দু’দিনের জন্য এই বিশেষ শিবির আয়োজিত হয়। এ বার রাজ্য জুড়েই এমন পদক্ষেপের সিদ্ধান্ত নিল কমিশন। রাজ্যের সব বৃদ্ধাশ্রম, আশ্রম, প্রতিবন্ধী হোম এবং যৌন পল্লিতে এসআইআরের কাজের শিবির চালু করছে তারা।