Missing Student

পরীক্ষা দিতে গিয়ে বাড়ি ফেরেনি, দু’দিন কেটে গেলেও খোঁজ নেই বৈদ্যবাটির স্কুলের ছাত্রের! চিন্তায় পরিবার

শেওড়াফুলির গড়বাগানের বাসিন্দা শিব। তার মা জানান, শনিবার স্নান-খাওয়া সেরে স্কুলে যায় পরীক্ষা দিতে। কিন্তু স্কুল থেকে আর ফেরেনি। শিব বাড়ি না-ফেরায় পুলিশ-প্রশাসনের কাছে নিখোঁজ ডায়েরি করে পরিবার।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫ ১৭:৩০
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

স্কুলে পরীক্ষা দিতে গিয়ে বাড়ি ফেরেনি হুগলির বৈদ্যবাটির এক পড়ুয়া। শনিবার থেকে নিখোঁজ সে। দু’দিন কেটে গেলেও পুত্রের কোনও সন্ধান না-পাওয়ায় চিন্তায় বাবা-মা। তার খোঁজে পুলিশের দ্বারস্থ হয়েছে শেওড়াফুলির মান্না পরিবার।

Advertisement

জানা গিয়েছে, শনিবার বাড়ি থেকে স্নান-খাওয়া সেরে স্কুলে যায় শিব মান্না নামে ওই পড়ুয়া। বৈদ্যবাটির বনমালী মুখার্জি ইনস্টিটিউশনে সপ্তম শ্রেণির ছাত্র সে। শনিবার স্কুলে শারীরশিক্ষার পরীক্ষা ছিল। সেই পরীক্ষা দিতে স্কুলে গিয়েছিল শিব। আধ ঘণ্টার পরীক্ষা হলেও শেষ হওয়ার কিছু আগেই খাতা জমা দিয়ে বেরিয়ে যায় সে। তার পরে আর বাড়ি যায়নি শিব।

শেওড়াফুলির গড়বাগানের বাসিন্দা শিব। তার মা জানান, শনিবার সকাল সাড়ে ৮টার সময় বেরিয়েছিল শিব। ফেরে পৌনে ১১টা নাগাদ। স্কুলে পরীক্ষা ছিল, তার পরেও দেরি করে বাড়ি আসায় তাকে বকাঝকা করেন তার মা। তার পরে স্নান-খাওয়া সেরে স্কুলে যায় পরীক্ষা দিতে। কিন্তু স্কুল থেকে আর ফেরেনি। বনমালী মুখার্জি ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমরনাথ ঘোষাল জানান, শিব অন্য ছাত্রদের থেকে খুবই চঞ্চল। তবে সে কোথায় যেতে পারে, তা নিয়ে বাড়ির লোকের মতোই তিনিও চিন্তিত।

Advertisement

স্কুলের সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, পরীক্ষা দিতে আসে শিব। তার পরনে স্কুল পোশাকের উপর ছিল গেরুয়া রঙের একটা জ্যাকেটও। শিব বাড়ি না-ফেরায় পুলিশ-প্রশাসনের কাছে নিখোঁজ ডায়েরি করে পরিবার। জিআরপিতেও অভিযোগ জানায়। তবে এখনও তার কোনও খোঁজ মেলেনি। নিজে থেকে সে কোথায় চলে গিয়েছে, না কি কেউ তাকে নিয়ে যায়, তা এখনও জানা যায়নি। পুলিশ সব দিক খতিয়ে দেখছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement