Adrit Roy

নতুন ধারাবাহিকের প্রস্তুতি শুরু করলেন আদৃত! ‘মিত্তির বাড়ি’র পর নতুন ভাবে ফিরছেন নায়ক?

‘মিঠাই’, ‘মিত্তির বাড়ি’র পর এ বার নতুন ধারাবাহিকে দেখা যাবে অভিনেতা আদৃত রায়কে? ইন্ডাস্ট্রির অন্দরের ফিসফাস, ইতিমধ্যেই নাকি চূড়ান্ত হয়ে গিয়েছে সবটা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ ১৪:০৯
Share:

নতুন ধারাবাহিকে ফিরছেন অভিনেতা আদৃত রায়? ছবি: সংগৃহীত।

‘মিত্তির বাড়ি’ শেষ হয়েছে বেশ অনেক দিন হল। এই কাহিনি শেষ হওয়ার পরেই দর্শকমনে প্রশ্ন তৈরি হয়েছিল, কবে আবার ধারাবাহিকে দেখা যাবে আদৃত রায়কে? যদিও এ প্রসঙ্গে প্রকাশ্যে কিছুই বলছেন না অভিনেতা। তবে সূত্র বলছে, শীঘ্রই নতুন ধারাবাহিকে দেখা যাবে অভিনেতাকে। শোনা যাচ্ছে, ‘এসভিএফ’ প্রযোজিত নতুন ধারাবাহিকের নায়ক হচ্ছেন তিনি।

Advertisement

ইন্ডাস্ট্রির অন্দরের খবর, স্টার জলসায় আসতে চলেছে ‘এসভিএফ’-এর নতুন ধারাবাহিক। নতুন মেগাতেই মুখ হিসাবে ভাবা হয়েছে আদৃতকে। তা হলে এখন প্রশ্ন, নায়কের বিপরীতে দেখা যাবে কাকে? তা এখনও চূড়ান্ত হয়নি। শোনা যাচ্ছে, নতুন মুখ নেওয়ার কথাও আলোচনা হচ্ছে।

‘মিত্তির বাড়ি’র জন্য অনেক ঘাম ঝরাতে হয়েছিল অভিনেতাকে। ২২ দিনে ১২ কেজি ওজন কমিয়েছিলেন নায়ক। কঠিন নিয়মের মধ্যে বেঁধেছিলেন নিজেকে। এই নতুন ধারাবাহিকেও কি নতুন রূপে প্রত্যাবর্তন হবে আদৃতের? প্রশ্ন অনুরাগীদের। ‘মিঠাই’ শেষ হওয়ার পর সহ-অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীকে বিয়ে করেন আদৃত। অভিনয় ছাড়াও তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকের কৌতূহলের শেষ নেই। তবে কাজ ছাড়া নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কোনও দিনই আলোচনা হোক, চান না আদৃত। অভিনয়ের পাশাপাশি পুরোদমে নিজের গানের দলকেও এগিয়ে নিয়ে যাচ্ছেন আদৃত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement