Jeet

‘খাকি’র সাফল্যের পর বড় সিদ্ধান্ত জিতের! নতুন হিন্দি ছবিতে নায়ক?

অনেক দিন ধরেই নাকি মুম্বইয়ে কাজ করার চেষ্টা চালাচ্ছেন তিনি। শোনা যাচ্ছে, শীঘ্রই হিন্দি ছবিতে দেখা যাবে অভিনেতা জিৎকে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ মে ২০২৫ ১১:৫৪
Share:

নতুন হিন্দি ছবিতে জিৎ? ছবি: সংগৃহীত।

‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ ওয়েব সিরিজ়ে অভিনেতা জিৎকে দেখার পর থেকেই অনুরাগীদের আশা অনেকটাই বেড়ে গিয়েছে। তার পর থেকে দর্শকের মনে প্রশ্ন তবে কি নায়ক এ বার মুম্বইয়ে কাজ করবেন? টলিপাড়ার অনেক অভিনেতাই বলিউড পরিচালকদের পছন্দের প্রথম সারিতে আছেন। নাম উল্লেখ করতে চাইলে চলে আসে শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্তের কথা। তবে কি সেই তালিকায় যুক্ত হতে চলেছে জিতের নাম? ‘খাকি’র সাফল্যের পর নাকি নায়কের কাছে এসেছে মুম্বইয়ে অনেকগুলো নতুন চরিত্রে কাজ করার সুযোগ।

Advertisement

কেরিয়ারের শুরুর দিকে মুম্বইয়ে অনেক দিন ছিলেন তিনি। বলিউডের নায়ক হওয়ার স্বপ্ন নিয়েই কলকাতা ছেড়েছিলেন জিৎ। যদিও সে সময় সাফল্য আসেনি। কর্মজীবনে আসে নানা বাধা। সময়ের সঙ্গে অনেক কিছু বদলে গিয়েছে। তিনি এখন টলিউডের সফল নায়ক এবং প্রযোজক।

এখন অবশ্য মুম্বই-কলকাতা যাতায়াত বেড়েছে জিতের। স্টুডিয়োপাড়ার অন্দরের ফিসফাস একটি হিন্দি ছবির কথাবার্তাও প্রায় পাকা হয়ে গিয়েছে। তবে মুখ্য চরিত্রে নাকি তাঁকে দেখা যাবে না। দ্বিতীয় মুখ্য চরিত্রের (সেকেন্ড লিড) জন্য তাঁকে বলা হয়েছে। যদিও নায়ক নাকি এখনও কোনও সিদ্ধান্ত নেননি এই বিষয়ে। সবটাই আলোচনা স্তরে রয়েছে। এর আগে মুম্বইয়ে নিজের ‘চেঙ্গিজ়’ ছবির জন্য চুটিয়ে প্রচার করেছিলেন অভিনেতা। তবে বর্তমানে আদৌ তিনি হিন্দি ছবিতে সই করেছেন কি না তা নিয়ে সংশয় থেকেই যায়। কারণ, এখনও পর্যন্ত নায়কের টিমের তরফ থেকে কোনও কিছু জানানো হয়নি। তবে, আগামী দিনে রায়হান রাফী পরিচালিত ‘লায়ান’ ছবিতে নতুন অবতারে দেখা যাবে জিতকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement