Tollywood Update

সত্য ঘটনা অবলম্বনে ছবি! এক ছবিতে দেখা যাবে অপরাজিতা, দেবদূত, অঞ্জনাকে?

বিভিন্ন ভাবে, বিভিন্ন চরিত্রে তাঁদের দেখে এসেছেন দর্শক। এ বার একই ছবিতে দেখা যাবে অপরাজিতা, দেবদূত, অঞ্জনাদের?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ১৮:২৯
Share:

(বাঁ দিক থেকে) অপরাজিতা আঢ্য, দেবদূত ঘোষ এবং অঞ্জনা বসু। ছবি: সংগৃহীত।

রক্ষকই যদি ভক্ষক হয়, তা হলে কি রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারবেন! শহরে এমন অনেক ঘটনা ঘটে যায় যা কাক-পক্ষীতেও টের পায় না৷

Advertisement

শোনা যাচ্ছে এমনই এক প্রেক্ষাপটে তৈরি হচ্ছে ছবি। যেখানে মুখ্য চরিত্রে দেখা যাবে অপরাজিতা আঢ্য, দেবদূত ঘোষ এবং অঞ্জনা বসুকে। একটি স্কুলের ঘটনাকে কেন্দ্র করে নাকি তৈরি হচ্ছে ছবিটি৷ যে গল্পে স্কুলের প্রিন্সিপালের চরিত্রে দেখা যাবে অপরাজিতাকে৷ আর দেবদূত এবং অঞ্জনা নাকি স্বামী-স্ত্রী। যদিও ছবির শুটিং নাকি এখনও শুরু হয়নি। শোনা যাচ্ছে, একটি গানের শুটিং হয়েছে। যদিও এই ছবির বিষয়ে এখনও পর্যন্ত কেউ প্রকাশ্যে কোনও কথা বলেননি৷

উল্লেখ্য, এর মাঝেই অভিনেত্রী অঞ্জনা ধরা দিয়েছেন সম্পূর্ণ অন্য লুকে। আসছে নতুন ধারাবাহিক ‘কুসুম’৷ সেখানেই রাশভারী চরিত্রে দেখা যাবে তাঁকে। কয়েক সেকেন্ডের ঝলকে এমনটাই আন্দাজ করা যায়। অন্য দিকে দেবদূতকে দর্শক নিয়মিত দেখেন ধারাবাহিকে। তবে অভিনয়ের পাশাপাশি নির্দেশক হিসাবেও তাঁকে দেখেছেন দর্শক।

Advertisement

সম্প্রতি আনন্দবাজার ডট কমকে অভিনেতা জানিয়েছিলেন মাথায় দুটো গল্পের ভাবনা এসেছে৷ কাশ্মীরে শুটিং করতে চান৷ তাই এই অশান্ত পরিস্থিতিতেও পহেলগাঁও যাওয়ার চিন্তা করছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement