Debadrita Basu

দুই বোনের গল্পে ফিরছেন অভিনেত্রী দেবাদৃতা বসু? নতুন ধারাবাহিকের খবর ছড়াতেই কী পদক্ষেপ নায়িকার?

অভিনেত্রী দেবাদৃতা বসুকে নিয়ে আলোচনা তুঙ্গে। শোনা যাচ্ছে, তাঁকে দেখা যাবে নতুন ধারাবাহিকে। এই খবর ছড়াতেই কী বললেন অভিনেত্রী?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫ ১৫:৫৪
Share:

নতুন ধারাবাহিকে ফিরছেন দেবাদৃতা বসু? ছবি: সংগৃহীত।

অভিনেত্রী দেবাদৃতা বসু নাকি ছোটপর্দায় ফিরছেন। স্টুডিয়োপাড়ায় বেশ কিছু দিন ধরে এই খবর নিয়ে আলোচনা চলছে। শোনা যাচ্ছে, আবার দুই বোনের গল্পে ফিরছেন অভিনেত্রী। ‘মিঠিঝোরা’ ধারাবাহিকেও তিন বোন এবং একটি পারিবারিক কাহিনিতে দেখা গিয়েছিল দেবাদৃতাকে। এই খবর ছড়াতেই নড়েচড়ে বসেছেন অভিনেত্রী। কেন?

Advertisement

ইদানীং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য ধারাবাহিকের নকল পোস্টার তৈরি করা খুব সহজ বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিছু দিন আগে সাহেব ভট্টাচার্য, সুস্মিতা দে অভিনীত ‘কথা’ ধারাবাহিক শেষ হওয়ার পরেই শোনা গিয়েছিল এই জুটিকে আবার দেখা যাবে ছোটপর্দায়। তাঁরাও জানিয়েছিলেন, সবটাই ভুয়ো। দেবাদৃতার ক্ষেত্রেও একই বিষয় ঘটেছে।

অভিনেত্রী বললেন, “দেখুন, আলোচনা হলে মনে হয় দর্শকের আমার কথা মনে আছে। সেটা কোনও ক্ষতিকর নয়। কিন্তু আমি চাই না অনুরাগীদের মিথ্যা আশা দিতে। মনখারাপ হওয়ার আগে তাই সঠিক তথ্য দিতে চাই। আমি এমন কোনও ধারাবাহিকে অভিনয় করছি না আপাতত।” বেশ কিছু কাজের কথা ইতিমধ্যেই হয়ে রয়েছে তাঁর। এখনই কি ছোটপর্দায় ফিরবেন দেবাদৃতা? তা অবশ্য খোলসা করতে রাজি নন তিনি।

Advertisement

উল্লেখ্য, দেবাদৃতা আর রাহুল দেব বসুর প্রেম এবং সম্পর্ক নিয়ে আলোচনার শেষ নেই। কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও এখন অনেকটা আনন্দে রয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement