Projapoti 2

‘প্রজাপতি ২’ ছবিতে জোড়া নায়িকা! জ্যোতির্ময়ী ছাড়া আর কোন নায়িকার সঙ্গে প্রেমে মজবেন দেব?

প্রতি বছরেই জন্মদিনের সময় মুক্তি পায় দেবের কোনও না কোনও ছবি। এ বার মুক্তি পাবে ‘প্রজাপতি ২’। এখানেই নাকি দেখা যাবে দুই নায়িকাকে!

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৫ ১৪:০৫
Share:

জ্যোতির্ময়ী ছাড়া দেবের ছবির আর এক নায়িকা কে? ছবি: সংগৃহীত।

ডিসেম্বরের শেষে মুক্তি পাওয়ার কথা দেব এবং মিঠুন চক্রবর্তী অভিনীত ছবি ‘প্রজাপতি ২’। পরিচালনায় অভিজিৎ সেন। এই ছবি দিয়েই প্রথম বার দেবের বিপরীতে অভিনয় করবেন জ্যোতির্ময়ী কুণ্ডু। এ কথা প্রথম আনন্দবাজার ডট কমই জানিয়েছিল। শোনা যাচ্ছে, এই কাহিনিতে এক নয়, দেখা যাবে জোড়া নায়িকাকে। ছোট পর্দার গন্ডি ছাড়িয়ে এই ছবিতেই প্রথম দেখা যাবে নায়িকাকে।

Advertisement

ইতিমধ্যেই লন্ডনে শুটিংয়ের বেশ কিছু মুহূর্ত দর্শক দেখেছেন সমাজমাধ্যমের পাতায়। কখনও লন্ডন ব্রিজে দাঁড়িয়ে ছবি তুলেছেন নায়ক। কখনও আবার গোটা টিমের সঙ্গে শুটিং শেষে। এ বার লন্ডনে আবার দেবের সঙ্গে গিয়েছিলেন তাঁর মা-বাবা এবং বোনও। কাজের পাশাপাশি পরিবারের সঙ্গেও সুন্দর সময় কাটিয়েছেন নায়ক। শোনা যাচ্ছে, এই ছবিতে আরও এক নায়িকার প্রেমে মজবেন দেব।

কে সেই নায়িকা? কিছু দিন আগে শোনা গিয়েছিল, এই ছবিতে নায়িকা হিসাবে দেখা যাবে অভিনেত্রী ইধিকা পালকে। টলিপাড়ার অন্দরের একাংশের দাবি ছিল, ভিসা সংক্রান্ত কোনও সমস্যার জন্যই শেষ মুহূর্তে এই ছবিতে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন নায়িকা। যদিও ঘনিষ্ঠ সূত্র বলছে অন্য কিছু।

Advertisement

গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ইধিকাকে।

শোনা যাচ্ছে, শুধু জ্যোতির্ময়ী নন, এই ছবিতে ইধিকাকেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখবেন দর্শক। আগামী মাসে কলকাতায় নাকি হবে সেই অংশের শুটিং। বড় পর্দায় দেব এবং ইধিকা জুটি এমনিই হিট। এখনও তাঁদের ‘কিশোরী’ গান দর্শকের মুখে। সেই ছবির সাফল্যের পর ‘রঘু ডাকাত’ ছবিতেও দেবের সঙ্গে ইধিকাকে দেখবেন অনুরাগীরা। অর্থাৎ ‘প্রজাপতি ২’ ছবির মাধ্যমে দেব-ইধিকা জুটির ‘হ্যাটট্রিক’ হতে চলেছে! যদিও প্রযোজনা সংস্থা বা নায়িকার তরফে এখনও কিছু ঘোষণা করা হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement