Tollywood Gossip

স্বামী দ্বৈপায়নকে ছাড়াই জন্মদিন পালন পায়েলের, ছবি প্রকাশ্যে আসতেই অন্দরের গুঞ্জন, তবে কি দূরত্ব বেড়েছে যুগলের?

অভিনেত্রী পায়েল দে এবং দ্বৈপায়ন দাস ছোটপর্দার অন্যতম আলোচিত জুটি। এই মুহূর্তে তাঁদের নিয়ে নতুন আলোচনা। প্রশ্ন, কেন অভিনেত্রীর জন্মদিন উদ্‌যাপনে দেখা গেল না অভিনেতাকে?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৫ ২০:৫১
Share:

দূরত্ব তৈরি হয়েছে পায়েল এবং দ্বৈপায়নের মধ্যে? ছবি: সংগৃহীত।

ব্যক্তিগত জীবনকে বরাবরই নিজের পেশা থেকে দূরে রাখতে পছন্দ করেন তাঁরা। রোল-ক্যামেরা, অ্যাকশন, কাট-এর বাইরে পরিবারই সব। অভিনেত্রী পায়েল দে এবং অভিনেতা দ্বৈপায়ন দাস ছোটপর্দার ‘মিষ্টি’ জুটি হিসাবেই পরিচিত। ১৮ নভেম্বর ছিল পায়েলের জন্মদিন। সে দিন অভিনেত্রীর পাশে দ্বৈপায়নকে দেখতে না পেয়েই টেলিপাড়ার অন্দরে জোর গুঞ্জন।

Advertisement

বহু বছরের সম্পর্ক তাঁদের। পায়েল একের পর এক জনপ্রিয় ধারাবাহিক উপহার দিয়েছে দর্শককে। অন্য দিকে দ্বৈপায়নও পরিচিত মুখ। কিন্তু ইদানীং ছোটপর্দায় তাঁকে একটু কম দেখা যাচ্ছে। বরং ঘুরতে যাওয়ার ‘ভ্লগিং’-এ বেশি মন দিয়েছেন। তবে আগে পায়েল এবং দ্বৈপায়নের অনেক ঘুরতে যাওয়ার মুহূর্তও দেখা যেত সমাজমাধ্যমে। ইদানীং তার পরিমাণও কমেছে। এটা কি শুধুই বহু বছরের সম্পর্ক, সাংসারিক চাপের প্রভাব? দর্শকের একাংশের প্রশ্ন এমনই। কিন্তু অন্দরের গুঞ্জন, পায়েল এবং দ্বৈপায়নের সম্পর্ক আগের মতো নেই।

সম্প্রতি, পায়েলের জন্মদিনের ছবিতে দ্বৈপায়নের অনুপস্থিতি আরও জোরালো করেছে সেই গু়ঞ্জন। এই বিষয়ে দ্বৈপায়নের সঙ্গে অনেক বার যোগাযোগের চেষ্টা করা হলে তাঁকে ফোনে পাওয়া যায়নি। পায়েলের সঙ্গেও কথা বলার চেষ্টা করা হয়েছিল। তাঁকেও পাওয়া যায়নি। এক দিকে পায়েল যখন জন্মদিন উদ্‌যাপনের ছবি ভাগ করে নিয়েছেন সমাজমাধ্যমে, তখন দ্বৈপায়ন তাঁর পাহাড় ঘোরার ভ্লগ ভাগ করে নিয়েছেন। এই মুহূর্তে তাঁদের সম্পর্কের সমীকরণ ঠিক কোন পর্যায়ে দাঁড়িয়ে? সেই উত্তর এখনও অধরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement