Rituparna Sengupta

কলকাতার পর সর্বভারতীয় স্তরে মুক্তি পাবে ‘ম্যাডাম সেনগুপ্ত’, দ্বিতীয় পর্বের অপেক্ষায় দর্শক

সদ্য মুক্তি পেয়েছে সায়ন্তন ঘোষাল পরিচালিত ছবি ‘ম্যাডাম সেনগুপ্ত’। মুখ্য চরিত্রে দর্শক দেখেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। শোনা যাচ্ছে, শীঘ্রই আসবে এ ছবির দ্বিতীয় অধ্যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জুলাই ২০২৫ ১৯:৫৯
Share:

ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবি: সংগৃহীত।

৩২ বছরের অভিনয় জীবন তাঁর। একের পর এক হিট ছবি। সদ্য মুক্তি পেয়েছে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত ছবি ‘ম্যাডাম সেনগুপ্ত’। চেনা ছকের বাইরে একেবারে অন্য রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী। এক কার্টুনিস্টের চরিত্রে ঋতুপর্ণাকে দেখে খুশি দর্শক। বেশির ভাগ প্রেক্ষাগৃহেই মিলছে ইতিবাচক সাড়া।

Advertisement

টলিপাড়া হোক কিংবা বলিউড— প্রতিযোগিতার দৌড়ে সর্বত্র নতুন প্রযোজকদের হিমশিম খেতে হয়। অনেক সময় ‘হাউজ়ফুল’ থাকা ছবিও প্রদর্শন-সময় ধরে রাখতে নাজেহাল হয়ে যান। এই পরিস্থিতিতে ‘ম্যাডাম সেনগুপ্ত’-এর মতো ছবি দেখে আপ্লুত নায়িকার অনুরাগীরা। রহস্য, রোমাঞ্চে মোড়া এই গল্প মনে করিয়ে দিয়েছে ‘কহানি’ ছবির কথা। দর্শকের একাংশ দাবি করেচে, কবে পর্দায় আসবে ‘ম্যাডাম সেনগুপ্ত’র দ্বিতীয় পর্ব?

এ প্রসঙ্গে আনন্দবাজার ডট কমের তরফে যোগাযোগ করা হয়েছিল অভিনেত্রী ঋতুপর্ণার সঙ্গে। তিনি বললেন, “দর্শকের এত ভালবাসা পাচ্ছি সত্যিই আমরা খুশি। একটা টিম হয়ে কাজ করেছি। নতুন প্রযোজকেরা যদি দর্শকের থেকে এত উৎসাহ পায় তা হলে পরের ছবি তৈরি করার ইচ্ছা দ্বিগুণ হয়ে যায়।” সত্যিই কি আসবে ‘ম্যাডাম সেনগুপ্ত ২’? এ প্রসঙ্গে নায়িকা জানিয়েছেন, এখনই সে কথা বলতে পারছেন না। অভিনেত্রী বলেন, “দর্শক এ কথা বলছেন তা শুনে ভাল লাগছে। তবে এখনই নিশ্চিত করে কিছু বলতে পারছি না।”

Advertisement

কলকাতার গণ্ডি ছাড়িয়ে সর্বভারতীয় স্তরে মুক্তি পেতে চলেছে এই ছবি। আগামী সপ্তাহে দিল্লি, মুম্বই-সহ দেশের বিভিন্ন শহরে মুক্তি পাবে এই ছবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement