সত্যিই কি দ্বিতীয় বার অন্তঃসত্ত্বা হয়ে পড়েন বুবলি? ছবি: সংগৃহীত।
শাকিব খান, অপু বিশ্বাস এবং শবনম বুবলীকে নিয়ে বিতর্ক নতুন নয়। তাঁদের সম্পর্কের সমীকরণ নিয়ে আলোচনা, সমালোচনা সারা ক্ষণ চলতেই থাকে। সম্প্রতি শোনা গিয়েছে, দ্বিতীয় বার মা হতে চলেছেন বুবলি। যার জেরে চারিদিকে প্রশ্নের শেষ নেই। কারণ, আগে বহু বার প্রকাশ্যে শাকিব জানিয়েছেন, বুবলির সঙ্গেও তাঁর বিয়ে ভেঙেছে।
বুবলির সন্তানসম্ভবা হওয়ার খবর নিয়ে আলোচনা শুরু হতেই শাকিবকে এই বিষয়ে প্রশ্ন করা হয়। কিন্তু তিনি সেই প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন। আনন্দবাজার ডট কম-এর তরফে যোগাযোগ করা হয়েছিল নায়কের সঙ্গে। কিন্তু তার তরফে কোনও উত্তর মেলেনি। তবে ঘনিষ্ঠ সূত্রের খবর, আমেরিকা ঘুরতে গিয়েই ফের কাছাকাছি এসেছিলেন শাকিব এবং বুবলি। সেখান থেকেই জল গড়ায় বহুদূর। তার পরেই শোনা যায় বুবলির অন্তঃসত্ত্বা হয়ে পড়ার খবর। এখন ইন্ডাস্ট্রির অন্দরের ফিসফাস, জানুয়ারির প্রথম সপ্তাহে ঢাকার এক বেসরকারি হাসপাতালে গর্ভপাত করানো হয় বুবলির। যদিও নায়ক-নায়িকার তরফে এখনও পর্যন্ত কেউ কোনও মন্তব্য করেননি এই বিষয়ে। আনন্দবাজার ডট কম-এর তরফে বুবলির সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল। কিন্তু তাঁর তরফে কোনও উত্তর মেলেনি।
সম্প্রতি বাংলাদেশের একটি অনুষ্ঠানে যোগদান করেন বুবলি। সেখানে নৃত্যপরিবেশন করেন অভিনেত্রী। পরনে ছিল ঘাগরা। দর্শকের সঙ্গে বেশ কিছু ছবিও তোলেন। সেই ছবি প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে ভাইরাল। নেটাগরিকদের একটা ব়ড় অংশের দাবি, বুবলি নাকি অন্তঃসত্ত্বা। অনেকেই আবার এই প্রসঙ্গে অভিনেত্রীকে নিয়ে নীতিপুলিশিও করছেন। তাঁদের মতে, অন্তঃসত্ত্বা অবস্থায় এমন নাচ করা নাকি উচিত হয়নি তাঁর।