শেষ হচ্ছে কোন ধারাবাহিক? ছবি: সংগৃহীত।
স্টুডিয়োপাড়ায় শোনা যাচ্ছে আরও একটি ধারাবাহিক বন্ধ হওয়ার খবর। ছোটপর্দায় আজকাল খুব অল্প সময়েই শেষ হয়ে যাচ্ছে ধারাবাহিকগুলি। কোনও ধারাবাহিকের মেয়াদ তিন মাস। কোনও কাহিনি শেষ হয়ে যাচ্ছে আট মাসেই। সেই তালিকায় জুড়ল এ বার নতুন নাম। স্টুডিয়োপাড়ায় গুঞ্জন, বন্ধ হচ্ছে ‘গীতা এলএলবি’।
এখনও পর্যন্ত চ্যানেল কর্তৃপক্ষ বা ধারাবাহিকের প্রযোজনা সংস্থার তরফে কিছু জানানো হয়নি। তবে টলিপাড়ায় ফিসফাস, সেটের অনেক অভিনেতাই নাকি এই সিদ্ধান্তের ব্যাপারে অবগত। ইতিমধ্যেই নাকি শেষ পর্বের প্রস্তুতিও শুরু করে দিয়েছেন তাঁরা। যদিও ধারাবাহিক শুরু হওয়ার সময় থেকে দর্শকের মধ্যে কৌতূহল তৈরি হয়েছিল। গীতার কথা বলার ধরন নিয়ে ধারাবাহিকপ্রেমীদের মধ্যে আলোচনা তৈরি হয়েছিল।
শোনা যাচ্ছে, শেষ হবে ‘গীতা এলএলবি’ ছবি: সংগৃহীত।
টিআরপি তালিকায় প্রথমের দিকে জায়গা করে নিয়েছিল এই ধারাবাহিক। কিন্তু সময়ের সঙ্গে অনেকটাই পিছিয়ে পড়েছে গল্প। অনেক দিন হল প্রথম পাঁচে নেই ‘গীতা এলএলবি’। উল্টে, একগুচ্ছ নতুন ধারাবাহিকের ভিড়। ‘পরশুরাম আজকের নায়ক’, ‘পরিণীতা’, ‘রাঙামতী তিরন্দাজ’— নতুনদের ভিড়ে অনেকটাই পিছনে গীতার গল্প। যদিও এই বিষয়ে নায়ক বা নায়িকা কেউই মুখ খোলেননি। শোনা যাচ্ছে, পুজোর পরেই শেষ হবে এই কাহিনি।
তার পরিবর্তে কি নতুন কাহিনি ? ইতিমধ্যেই নতুন ধারাবাহিকের ঘোষণা হয়েছে। গৌরব চট্টোপাধ্যায় এবং শোলাঙ্কি রায়ের ধারাবাহিক কি দেখা যাবে গীতার পরিবর্তে? তা এখনই বলা যাচ্ছে না।