কোন ধারাবাহিকে দেখা যাবে অভিষেক-কন্যা সাইনাকে? ছবি: সংগৃহীত।
লম্বা চুল। টানা টানা চোখ। নায়িকাসুলভ চেহারা৷ বয়স মাত্র ১৫। এর মধ্যেই তার অনুরাগীর সংখ্যা কম নয়। কিছু দিন আগে ধুমধাম করে পালিত হয়েছে জন্মদিন। অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের মেয়ে সাইনা চট্টোপাধ্যায়কে দর্শক প্রথম দেখে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে। তার পর আর সে ভাবে দেখা যায়নি৷ পড়াশোনার জন্য কিছু দিন অভিনয় থেকে দূরে থাকতে চেয়েছিল সাইনা। এ কথা জানিয়েছিলেন তার মা সংযুক্তা চট্টোপাধ্যায়।
শোনা গিয়েছিল গত কয়েক মাস ধরে অনেক চ্যানেল থেকে বিভিন্ন চরিত্রের প্রস্তাব এসেছিল। কিন্তু দোটানায় ছিল সাইনা। ইন্ডাস্ট্রিতে ফিসফাস, এ বার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। জি বাংলার নতুন ধারাবাহিকে মুখ্য চরিত্রেই নাকি দেখা যাবে সাইনাকে। এর মধ্যেই লুক সেট হওয়ার কথা ছিল৷ কিন্তু হয়নি৷ সম্ভবত সোমবারই সব ঠিক হয়ে যাবে।
এই মুহূর্তে সাইনা দশম শ্রেণির ছাত্রী৷ অভিনয়ের পাশাপাশি পড়াশোনাও তার প্রিয়৷ দুই কাজ যাতে সে সমান তালে সামাল দিতে পারে। এখন অবশ্য কোনও স্কুলের ছাত্রী নয় সাইনা। মায়ের সিদ্ধান্ত অনুযায়ী ‘হোম স্কুলিং’-এর মাধ্যমেই পড়াশোনা করছে সাইনা৷