তৈরি হবে না ‘রাণী ভবানী’ ধারাবাহিক? ছবি: সংগৃহীত।
‘রাণী ভবনী’র জীবনীকে কেন্দ্র করে নতুন ধারাবাহিক তৈরি হচ্ছে, এ কথা সকলের জানা। স্টার জলসা এবং জ়ি বাংলা দুই চ্যানেলই ইতিহাস নির্ভর এই কাহিনি ছোট পর্দায় আনার পরিকল্পনা করেছে বলে জানা গিয়েছিল। স্টার জলসার ধারাবাহিক ‘রাজ রাজেশ্বরী রাণী ভবানী’-র মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেত্রী রাজনন্দিনী পালকে। এ ঘোষণা হওয়ার পর থেকেই সকলের মনে প্রশ্ন ছিল তা হলে জ়ি বাংলায় ভবানীর চরিত্রে দেখা যাবে কাকে? মাঝে শোনা গিয়েছিল, ওই চ্যানেলের ধারাবাহিকে রানি ভবানীর চরিত্রে দেখা যাবে অভিনেত্রী স্বস্তিকা দত্তকে। আবার টলিপাড়ার অন্দরে অনেকে আলোচনা করছিলেন অভিনেত্রী সন্দীপ্তা সেনের কাছেও নাকি প্রস্তাব গিয়েছে এই চরিত্রের জন্য।
কিন্তু তার পর সব চুপচাপ। আর সে ভাবে কিছু শোনা যাচ্ছে না। অন্য দিকে স্টার জলসার রাজনন্দিনী অভিনীত ভবানীর কাজ অনেকটাই এগিয়েছে। তা হলে জ়ি বাংলার ভবানীর ভবিষ্যৎ কী?
স্টুডিয়োপাড়ার অন্দরের ফিসফাস, জ়ি বাংলার ‘রাণী ভবানী’ ধারাবাহিকের কাজ নাকি আপাতত স্থগিত। শোনা যাচ্ছে, বাজেটের কিছু সমস্যার জন্যই নাকি আপাতত এই ধারাবাহিকটি না তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন চ্যানেল কর্তৃপক্ষ। তাই কোনও উচ্চবাচ্য নেই এই বিষয়ে। জ়ি বাংলায় ‘রাণী ভবানী’ ধারাবাহিকটি আদৌ তৈরি হবে কিনা তা নিয়েও উঠছে প্রশ্ন। যদিও এই বিষয়ে চ্যানেল কর্তৃপক্ষ কোনও ঘোষণা করেননি। একই ঐতিহাসিক চরিত্র নিয়ে দুই চ্যানেলের ধারাবাহিক তৈরি করার বিষয়ে অনেক ধরনের আলোচনা হয়েছে। অনেকে আবার কাদম্বিনী গঙ্গোপাধ্যায়কে নিয়ে তৈরি হওয়া দুই ধারাবাহিকের তুলনাও টেনেছিলেন। আগামী দিনে কি সিদ্ধান্ত পরিবর্তন হবে? সেই প্রশ্ন থেকেই যায়।