Squid Game

‘স্কুইড গেম’ অভিনেতার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ! কী করেছেন ৮০ বছরের অভিনেতা?

অভিযোগকারিণীর আইনজীবী গত ৩ এপ্রিল আদালতে জানিয়েছেন, নিজের নাটকের দলেরই এক নতুন অভিনেত্রীকে যৌন হেনস্থা করেছেন তিনি। তাই প্রতিদিন কর্মক্ষেত্রে আতঙ্কে কাটাতেন সেই মহিলা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৫ ১৩:৩০
Share:

‘স্কুইড গেম’-এর অভিনেতার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ। ছবি: সংগৃহীত।

‘স্কুইড গেম’ খ্যাত অভিনেতা ও ইয়েওং-সুয়ের বিরুদ্ধে উঠল যৌন হেনস্থার অভিযোগ। কোরিয়ার এই সিরিজ় ভারতেও ব্যাপক জনপ্রিয়। এই সিরিজ়ের প্রথম সিজ়নে ‘নম্বর ০০১’-এর চরিত্রে অভিনয় করেছিলেন ও ইয়েওং-সু। ৮০ বছরের অভিনেতার বিরুদ্ধেই উঠল যৌন হেনস্থার অভিযোগ। তার ভিত্তিতে অশীতিপর অভিনেতাকে এক বছর কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

জানা গিয়েছে, ২০১৭ সালে এক মহিলাকে যৌন হেনস্থা করেছিলেন বলে অভিযোগ, এক বার নয়। দু’টি অনুষ্ঠানে সেই মহিলাকে হেনস্থা করা হয়েছিল বলে অভিযোগ। যদিও তিনি নিজে এই অভিযোগ স্বীকার করেননি। প্রায় পঞ্চাশ বছর ধরে নাটকের মঞ্চে ও ছবির পর্দায় একের পর এক তাৎপর্যপূর্ণ কাজ করেছেন ও ইয়েওং-সু। তাই এই ঘটনা প্রকাশ্যে আসায় স্তম্ভিত তাঁর অনুরাগীরা। যদিও ঘটনার বেশ কয়েক বছর এই অভিযোগ প্রকাশ্যে আসায় অনুরাগীদের কেউ কেউ প্রশ্নও তুলেছেন।

অভিযোগকারিণীর আইনজীবী গত ৩ এপ্রিল আদালতে জানিয়েছেন, নিজের নাটকের দলেরই এক নতুন অভিনেত্রীকে যৌন হেনস্থা করেছেন তিনি। তাই প্রতিদিন কর্মক্ষেত্রে আতঙ্কে কাটাতেন সেই মহিলা। তাঁর দৈনন্দিন জীবনও অতিষ্ঠ হয়ে উঠেছিল।

Advertisement

এর মাঝেই একটি বেফাঁস মন্তব্য করেছেন ও ইয়েওং-সু। তিনি বলেছেন, “আমি বাবার মতো মন নিয়ে যা করার করেছি।” তিনি অভিযোগ অস্বীকার করলেও বলেছেন, “আমার কথা ও কাজ যদি ভুলই হয়ে থাকে, আমি তা মেনে নেব। তবে আমি বিশ্বাস করি না, আমি এমন কিছু করেছি যাকে হেনস্থা বলা যায়। ৮০ বছর বয়সে এসে আমি ভেঙে পড়েছি। আমি এখন শুধু ঘরে ফিরতে চাই।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement