Srabanti Chatterjee

Srabanti Chatterjee: ছেলের সঙ্গে ধুমধাম করে হবু বৌমার জন্মদিন পালন শ্রাবন্তীর, সেজে উঠল ঘর

প্রেমিক এবং তাঁর মায়ের উপস্থিতিতেই চকোলেট কেক কেটে নিলেন দামিনী। বিশেষ দিনে সোনালি বেলুনে ঘর সেজে উঠেছিল তাঁর জন্য।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২১ ১৭:৩৩
Share:

অভিমন্যু এবং দামিনীর আনন্দে সামিল হলেন শ্রাবন্তী।

“ঝিনুক আমার সব চেয়ে কাছের বন্ধু।”

ছেলে অভিমন্যুর সঙ্গে নিজের সম্পর্ককে এ ভাবেই বর্ণনা করেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। শুধু ঝিনুক (অভিমন্যুর ডাক নাম)নয়, তাঁর প্রেমিকা দামিনী ঘোষের সঙ্গেও তাঁর বন্ধুত্ব কিছু কম নয়! সম্প্রতি ছেলের সঙ্গেই হবু বৌমার জন্মদিনও ধুমধাম করে পালন করলেন শ্রাবন্তী। সেই ছবিই ভেসে উঠেছে শ্রাবন্তী এবং দামিনীর ইনস্টাগ্রামে।

প্রেমিক এবং তাঁর মায়ের উপস্থিতিতেই চকোলেট কেক কেটে নিলেন দামিনী। বিশেষ দিনে সোনালি বেলুনে ঘর সেজে উঠেছিল তাঁর জন্য। প্রেমিক এবং হবু শাশুড়ির সঙ্গে বিশেষ মুহূর্তগুলি লেন্সবন্দি করেছেন দামিনী।

Advertisement

দামিনী এবং শ্রাবন্তীর ইনস্টাগ্রাম স্টোরি।

তিন বছর ধরে সম্পর্কে রয়েছেন অভিমন্যু এবং দামিনী। মাঝেমধ্যেই দু’জনে্র অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভেসে ওঠে তাঁদের ইনস্টাগ্রামের দেওয়ালে। গত অগস্ট মাসে শ্রাবন্তী এবং অভিমন্যুর সঙ্গে মলদ্বীপে উড়ে গিয়েছিলেন দামিনী। শহর থেকে দূরে গিয়ে কাছের মানুষদের সময় কাটিয়েছিলেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement