Entertainment News

অসমবয়সী ‘দাম্পত্য’-এ জড়াচ্ছেন শ্রীলেখা!

তবে ডিসক্লেমার দিয়ে রাখা প্রয়োজন।

Advertisement

স্বরলিপি ভট্টাচার্য

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০১৮ ১৮:৪৪
Share:

শ্রীলেখা মিত্র। ছবি: ইউটিউবের সৌজন্যে।

হেডলাইনটা পড়ে চমকে গেলেন? কিন্তু এ ঘটনা নিখাদ সত্যি।

Advertisement

তবে ডিসক্লেমার দিয়ে রাখা প্রয়োজন। এ ঘটনা রিয়েল নয়, রিল লাইফের।

অসমবয়সী দাম্পত্যের গল্প নিয়ে ‘লকড’ নামে একটি শর্টফিল্ম তৈরি করতে চলেছেন পরিচালক সব্যসাচী ভৌমিক। কয়েক ঘণ্টার গল্পকে পর্দায় তুলে ধরবেন তিনি। মাত্র দুটি চরিত্র। যার একটিতে অভিনয় করবেন শ্রীলেখা মিত্র। অন্য একটি চরিত্রে দেখা যাবে নতুন মুখ শঙ্খদীপ রায়কে।

Advertisement

সব্যসাচীর লেখা গল্প নিয়ে যদিও এখনই মুখ খুলতে নারাজ শ্রীলেখা। তাঁর কথায়, ‘‘এই গল্পে যে সম্পর্ক দেখানো হবে সেখানে মহিলার বয়স বেশি। পুরুষটির বয়স কম। তাঁরা লিভ ইন করে, নাকি বিবাহিত সেটা আপাতত রহস্যই থাক।’’

আরও পড়ুন, ‘অনেক পুরুষের সেক্সুয়াল ফ্যান্টাসি এখনও আমিই

সেলফি টাইম। শ্রীলেখা ও শঙ্খদীপ। ছবি: শ্রীলেখা মিত্রের সৌজন্যে।

আরও পড়ুন, ‘টলিউডে রেপ হয় না, যা হয় নারী-পুরুষের সম্মতিতেই ’

শ্রীলেখা জানালেন, এই প্রজেক্টে অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসেবেও কাজ করছেন তিনি। চলতি মাসের ১৬ এবং ১৭ তারিখে হবে এই শর্টফিল্মের শুটিং। তারপর ‘লকড’ মুক্তি পাবে ইউটিউবে। স্বল্প দৈর্ঘ্যের এই ছবি বিভিন্ন ফেস্টিভ্যালে পাঠানোরও পরিকল্পনা রয়েছে টিম ‘লকড’-এর।

বলিউড-টলিউড-টেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement