Sreelekha Mitra

Sreelekha: ঠোঁটে ভালবাসার চিহ্ন! আদরের ঠেলায় অস্থির শ্রীলেখা...

সিআইডি-র পক্ষ থেকে পরীমণিকে জামিন না দেওয়ার আবেদন রাখা হয়। তাদের যুক্তি, পরীমণিকে জামিন দিলে তদন্তে ব্যাঘাত ঘটতে পারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২১ ১৬:৩৩
Share:

শ্রীলেখা মিত্র।

শুক্রবার লাল শাড়ি, খোলা চুলে শ্রীদেবী সেজেছিলেন শ্রীলেখা মিত্র। তাঁর সেই ভিডিয়ো দেখে হুঁশ হারিয়েছিলেন অনুরাগীরা। মন্তব্য বিভাগে উপচে পড়েছে শুভেচ্ছা আর প্রশংসা। এর পর শনিবারেই তাঁর ঠোঁটে জ্বলজ্বল করছে আদরের চিহ্ন! সামাজিক পাতায় ছবি দিয়ে অভিনেত্রী স্বীকার করেছেন, ‘আদরের ঠ্যালায় অস্থির আমি’! সেই শ্রীলেখাই অন্য একটি পোস্টে দেশের স্বাধীনতা নিয়ে সোচ্চার। রাস্তার একটি বিজ্ঞাপন তাঁর ক্ষোভের কারণ।

Advertisement

পরপর দুটো পোস্টের কারণে আপাতত দুটো প্রশ্ন তাঁকে ঘিরে। শ্রীলেখার ঠোঁটের ক্ষত কি শুক্রবার ‘শ্রীদেবী’ সাজার ফলাফল? রসিকতা করতে করতে হঠাৎ কী কারণে তিনি এত ক্ষুব্ধ?

সব রহস্য অভিনেত্রী ফাঁস করেছেন তাঁর সামাজিক পাতায়। প্রথম ছবিতে লিখেছেন, ‘যা ভাবছ তা নয়! আমার ছানাদের আদরের চিহ্ন। নখ বেড়েছে। আর লোকে ভাবছে... হুঁ হুঁ’! রসিকতার সঙ্গে হেঁয়ালি মিশিয়ে অনুরাগীদের উদ্দেশে কথা ছুড়ে দিয়েছেন এ ভাবেই। শ্রীলেখার বাড়িতে এক পাল সারমেয়ের বাস। অভিনেত্রীর ঠোঁটের ক্ষত যে তাঁদের নখের আঁচড়ে হয়েছে, সেটাই ইঙ্গিতে বোঝাতে চেয়েছেন তিনি। একই সঙ্গে দময়ন্তী সেনকে ডেকেছেন, সারমেয়দের নখ কেটে দিয়ে যাওয়ার জন্য।

Advertisement

তাঁর ছবি এবং মন্তব্য সঙ্গে সঙ্গে লুফে নিয়েছেন সবাই। এক জন শ্রীলেখাকে পাল্টা রসিকতা ফিরিয়ে দিয়েছেন, ‘ও আমি তো ভাবলাম... যাক সে সব কথা। নখ কাটাতে হবে ছানাদের’। শ্রীলেখাকে সমর্থন জানিয়েছেন আরও এক নেটাগরিকের। তাঁর দাবি, ‘আমাকেও এ রকম আদর করে আর মা ভাবে অন্য কিছু’!

আরেকটি পোস্টে তিনি জানিয়েছেন তাঁর ক্ষোভের কারণ। একটি বিজ্ঞাপনে দেশি কুকুরের ছবি দেওয়া হয়েছে। সঙ্গে বক্তব্য, ‘ভারতীয় হতে পেরে গর্ব বোধ করুন। দেশি কুকুরকে বাড়িতে পোষ্য করে নিন’। অনাথ পথপশুদের আশ্রয়ের জন্যই সম্ভবত এই বিজ্ঞাপন। কিন্তু ‘দেশি’ শব্দটায় ভয়ানক আপত্তি অভিনেত্রীর। এই বিজ্ঞাপন আরও এক বার তাঁকে মনে করিয়ে দিয়েছে পরাধীন ভারতের কথা। যখন ইংরেজরা ভারতীয়দের ঘৃণা আর অবজ্ঞা করে ‘নেটিভ’ বা ‘দেশি’ বলত! তাঁর শ্লেষ, ‘নেটিভ’, এই বলে ইংরেজরা আমাদের গাল দিত। আর আমরা দেশি কুত্তাদের’...। চলতি বছর দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস। সেই নিয়েও ব্যঙ্গ করেছেন তিনি, ‘শুভ ৭৫ তম...কালকের মেনুটা সেট তো’?

স্বাধীনতা দিবসের আগের দিন শ্রীলেখার এই পোস্ট দেশের স্বাধীনতা নিয়ে যেন নতুন করে ভাবতে বাধ্য করেছে। তিনি প্রশ্ন তুলে দিয়েছেন, আদতে ভারত কতটা স্বাধীন? আদৌ স্বাধীন তো? নাকি বারো মাসে তেরো পার্বণেরই অন্যতম একটি দিন হয়ে দাঁড়িয়েছে ১৫ অগস্ট? যে দিন উদযাপিত হয় দেদার খানা-পিনা, নাচা-গানায়!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement