Entertainment News

‘আমার রকস্টার ঠাম্মা’, অমলাকে শ্রদ্ধা শ্রীনন্দার

ঠাম্মার সঙ্গে একটি ছবি শেয়ার করে শ্রীনন্দা লিখেছেন, ‘আমার মনে আছে ঠাম্মা আমাকে শিখিয়েছিল, কী ভাবে স্টেক খেতে হয়। আমার জন্য ছোট ছোট টুকরো করে দিত।’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ জুন ২০১৮ ১৭:৪২
Share:

শ্রীনন্দার শেয়ার করা সেই ছবি।— ফেসবুকের সৌজন্যে।

ঠাম্মা, অর্থাত্ অমলা শঙ্করের জন্মদিন। আর তা নাতনি, অর্থাত্ শ্রীনন্দা শঙ্করের কাছে স্পেশ্যাল তো হবেই। বুধবার ছিল অমলা শঙ্করের ৯৯তম জন্মদিন। ঠাম্মাকে শ্রদ্ধা জানানোর মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন শ্রীনন্দা।

Advertisement

ঠাম্মার সঙ্গে একটি ছবি শেয়ার করে শ্রীনন্দা লিখেছেন, ‘আমার মনে আছে ঠাম্মা আমাকে শিখিয়েছিল, কী ভাবে স্টেক খেতে হয়। আমার জন্য ছোট ছোট টুকরো করে দিত। …আমার রকস্টার ঠাম্মা হওয়ার জন্য অনেক ধন্যবাদ। দাদু আর বাবাকে নিয়ে তুমি যে সব গল্প বলতে, সেগুলো মিস করি…।’

শুধু শ্রীনন্দাই নন, তাঁর মা অর্থাত্ তনুশ্রী শঙ্করও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন অমলাকে। বেশ কিছু পুরনো ছবি শেয়ার করে তনুশ্রী লেখেন, ‘…শ্রীমতী অমলা শঙ্কর আমার গুরু এবং মেন্টর…আমার শক্তি এবং সাপোর্ট…ওঁর ৯৯তম জন্মদিনে আমার প্রণাম।’’

Advertisement

আরও পড়ুন, একটি দৃশ্যের জন্য প্রায় ১২০টি টেক দিয়েছিলেন রণবীর!

অমলার জন্মদিনে গতকাল ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছিলেন শঙ্কর পরিবারের সদস্যরা। দেশ-বিদেশ থেকে অগণিত ছাত্রছাত্রী ওই দিন শ্রদ্ধা জানিয়েছেন এই বর্ষীয়ান নৃত্যশিল্পীকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement