টিম ৫ ছবির একটি দৃশ্য।
ক্রিকেটের ময়দান ছেড়ে রাজনীতির ময়দানে অনেক আগেই নেমেছেন শ্রীসন্থ। শুধু তাই নয়, এরই মধ্যে নাম লিখিয়ে ফেলেছেন অভিনয়েও। তিনি এখন অভিনেতা শ্রীসন্থ।
অভিনয় করেছেন তামিল ছবিতে। পূজা ভট্টের প্রযোজনায় ‘ক্যাবারে’ ছবিতেও তিনি অভিনয় করেছেন। ছবিটি মুক্তি পাবে এ বছরের জুনে।
আরও পড়ুন: ‘দু পেগ করে মেরে দেব, সব ঠিক হয়ে যাবে’, সুনীল প্রসঙ্গে বললেন কপিল
নিক্কি গালরানি বলেন, “হায়দরাবাদে প্রায়ই ছবির প্রোমোশনে আসতে হয়। মনে হয় এটা আমার দ্বিতীয় বাড়ি।”