শ্রীদেবীর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ সচিন-সহ দেশের ক্রীড়ামহল

ক্রিকেটে দারুণ আগ্রহ ছিল শ্রীদেবীর, বললেন সৌরভ

ভারতীয় অভিনেত্রীদের মধ্যে শ্রীদেবী যে তাঁর অন্যতম প্রিয় অভিনেত্রী, তা মুখ ফুটে না বললেও স্পষ্ট বুঝিয়ে দিলেন সৌরভ। পুরনো হোক বা নতুন, শ্রীদেবীর সিনেমা বরাবরই তাঁর প্রিয়।

Advertisement

ইন্দ্রজিৎ সেনগুপ্ত

কলকাতা শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:৫০
Share:

স্মৃতিচারণ: কয়েক মাস আগে সৌরভ গঙ্গোপাধ্যায়ের টিভি শোয়ে শ্রীদেবী।  ফাইল চিত্র

খবরটা প্রথম শোনার পরে বিশ্বাস করতে পারেননি তাঁদের কেউই। হতভম্ব হয়ে যান মর্মান্তিক এই সংবাদে। ভারতীয় সিনেমার কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী আর নেই। যে খবর শোনার পরে স্তম্ভিত হয়ে গিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

Advertisement

শ্রীদেবীর এই মৃত্যুকে কোনও ভাবেই মেনে নিতে পারছেন না প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ। সন্ধ্যায় আনন্দবাজার-কে ফোনে বলেন, ‘‘মাত্র ৫৪ বছর বয়সে চলে যেতে হল। এর থেকে বেদনাদায়ক ঘটনা আর কী হতে পারে। মাস দু’য়েক আগেই আমার সঙ্গে দেখা হয়েছিল শ্রীদেবীর। এখনও সে স্মৃতি মনে উজ্জ্বল হয়ে আছে।’’

গত বছর সৌরভের একটি শো-এ অতিথি হিসেবে এসেছিলেন শ্রীদেবী। তা ছাড়াও শ্রীদেবীর পরিবারের সঙ্গেও তাঁর খুবই ভাল সম্পর্ক ছিল বলে জানিয়েছেন সৌরভ। প্রাক্তন ভারত অধিনায়ক এও বলছেন, ক্রিকেট নিয়ে কতটা মাতামাতি করতেন শ্রীদেবী। সৌরভ বলেন, ‘‘আমার সঙ্গে শ্রীদেবী এবং বনি কপূরের খুব ভাল সম্পর্ক ছিল। সিনেমার পাশাপাশি ক্রিকেটের প্রতিও দারুণ আগ্রহ ছিল ওঁর (শ্রীদেবী)। এর পিছনে বনি কপূরেরও হয়তো কিছুটা অবদান রয়েছে। কারণ বনি নিজে ক্রিকেট পাগল মানুষ।’’

Advertisement

আরও পড়ুন: ধুলোয় বসলেন স্বপ্নের নায়িকা

ভারতীয় অভিনেত্রীদের মধ্যে শ্রীদেবী যে তাঁর অন্যতম প্রিয় অভিনেত্রী, তা মুখ ফুটে না বললেও স্পষ্ট বুঝিয়ে দিলেন সৌরভ। পুরনো হোক বা নতুন, শ্রীদেবীর সিনেমা বরাবরই তাঁর প্রিয়। শ্রীদেবীর কোন সিনেমাটা তাঁর সব চেয়ে প্রিয় জিজ্ঞাসা করা হলে, বেশ কয়েকটি ছবির নাম উল্লেখ করেন সৌরভ। বলেন, ‘‘আমি প্রায় ওঁর সব ছবিই দেখেছি। ঋষি কপূরের সঙ্গে চাঁদনি, কমল হাসানের বিপরীতে সদমা, এ সবের কোনও তুলনা হয় না।’’ সঙ্গে আরও যোগ করেন, ‘‘ইংলিশ-ভিংলিশ ছবিটিও কিন্তু অসাধারণ। শ্রীদেবীর এই মর্মান্তিক মৃত্যু ভারতীয় সিনেমার জন্য খুবই দূর্ভাগ্যজনক ঘটনা। সিনেমার মধ্য দিয়েই বেঁচে থাকবেন তিনি।’’

বলিউডের বিখ্যাত অভিনেত্রীর অকালপ্রয়াণের কথা শোনার পরে টুইটারেও দুঃখপ্রকাশ করেন সৌরভ। প্রাক্তন ভারতীয় অধিনায়ক লেখেন, ‘খবরটা শুনে চমকে গেলাম। কয়েক মাস আগেই আমার টিভি শো-এ দেখা হয়েছিল ওঁর সঙ্গে। বিশ্বাসই করতে পারছি না।’

শ্রীদেবীর মৃত্যুসংবাদ বিশ্বাস করতে পারছেন না সচিনও। ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান বলেছেন, ‘‘ভীষণ, ভীষণ দুঃখের খবর। সকালে ঘুম থেকে উঠে যখন এই মৃত্যুসংবাদ শুনলাম, দুঃখে মনটা ভেঙে গেল। আমার মনের অবস্থাটা ঠিক কী রকম এখন বোঝাতে পারব না। শ্রীদেবীর পরিবার এবং ওঁর সমস্ত ভক্তদের সমবেদনা জানাচ্ছি। উনি সারা জীবন ধরে আমাদের জন্য যা করেছেন, সেটা চিরকাল মনে থাকবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন