Entertainment News

শ্রীদেবীর ‘মম’ মুক্তি পাবে চিনে

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৯ ১৪:৫৮
Share:

‘মম’-এর পোস্টার।

এক বছর হয়ে গেল প্রয়াত হয়েছেন শ্রীদেবী। এখনও তা মেনে নিতে পারেন না অনেকেই। অভিনেত্রী হিসেবে ভারতীয় সিনেমা তাঁকে মনে রাখবে চিরকাল। মনে রাখবে তাঁর পারফরম্যান্স। শ্রীদেবীর কেরিয়ারের অন্যতম সেরা ছবি ‘মম’। এ বার সে ছবি মুক্তি পাবে চিনে।

Advertisement

৫০ বছরের সফল ফিল্মি কেরিয়ারে বহু মনে রাখার মতো ছবি করেছিলেন শ্রীদেবী। ‘মম’-এর জন্য তিনি জাতীয় পুরস্কার পেয়েছিলেন। পোল্যান্ড, রাশিয়া, আমেরিকা, ইংল্যান্ডের পর এ বার চিনেও দর্শক দেখতে পাবেন এই ছবি। আগামী ২২ মার্চ সে দেশে মুক্তি পাবে ‘মম’।

শ্রীদেবী ছাড়াও ‘মম’-এর ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন এ আর রহমান। প্রযোজক বনি কপূরের কথায়, “মম এমন একটা ছবি প্রত্যেক মা নিজের সঙ্গে রিলেট করতে পেরেছেন। এটা শ্রীর শেষ ছবি। যত বেশি সম্ভব দর্শককে ছবিটা দেখাতে চাই আমরা। মুক্তির দু’বছর পরেও মানুষ ভালবেসে ছবিটা দেখছেন।’’

Advertisement

দেখুন, বিনোদনের নানা কুইজ

আরও পড়ুন, অর্জুনের প্রতি ভালবাসার কথা স্বীকার করে নিলেন মালাইকা!

(কোন সিনেমা বক্স অফিস মাত করল, কোন ছবি মুখ থুবড়ে পড়ল - বক্স অফিসের সব খবর জানতে পড়ুন আমাদের বিনোদন বিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন