Entertainment News

খুশির নাচের অডিশন নিয়ে ‘গুজব’ ওড়ালেন শ্রীদেবী

বি-টাউনের খবর, গত মাসে মুম্বইয়ে রেমো ডিসুজার নাচের রিয়্যালিটি শোয়ে নাকি অডিশন দিতে যান খুশি। প্রথম ৩৫-এ ওঠার পর প্রতিযোগীদের একটি ফর্ম পূরণ করতে দেওয়া হয়। তখনই খুশির ফর্মে শ্রীদেবী ও বনি কপূরের নাম দেখে চমকে ওঠেন আয়োজকরা। পরে সে কথা জানানো হয় রেমোকেও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ জুলাই ২০১৭ ১৩:৫২
Share:

মা ও মেয়ে। ছবি: খুশি কপূরের ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

Advertisement

মেয়েদের বরাবরই আগলে রেখেছেন শ্রীদেবী। স্টারডম তো বটেই মেয়েদের কেরিয়ার নিয়েও মা হিসেবে যথেষ্ট সাবধানী নায়িকা। বড় মেয়ে জাহ্নবী কপূরের বলি কেরিয়ার শুরু নিয়ে যাবতীয় প্রশ্ন সাবলীল দক্ষতায় সামলানোর পর এ বার বোধহয় ছোট মেয়ে খুশির পালা। দিন কয়েক আগে শোনা গিয়েছিল রেমো ডিসুজার নাচের শো-এ নাকি অডিশন দিতে গিয়েছিলেন খুশি! সেই খবরকেই এ বার এক ঝটকায় সম্পূর্ণ গুজব বলে উড়িয়ে দিলেন শ্রীদেবী স্বয়ং।

ঘটনাটি ঠিক কী?

Advertisement

আরও পড়ুন, সৌমিত্র-গার্গী এ বার বড়পর্দায় দম্পতি

বি-টাউনের খবর, গত মাসে মুম্বইয়ে রেমো ডিসুজার নাচের রিয়্যালিটি শোয়ে নাকি অডিশন দিতে যান খুশি। প্রথম ৩৫-এ ওঠার পর প্রতিযোগীদের একটি ফর্ম পূরণ করতে দেওয়া হয়। তখনই খুশির ফর্মে শ্রীদেবী ও বনি কপূরের নাম দেখে চমকে ওঠেন আয়োজকরা। পরে সে কথা জানানো হয় রেমোকেও।

এই ঘটনার কথা শ্রীদেবীর কাছে জানতে চাওয়া হলে সংবাদ সংস্থাকে তিনি বলেন, ‘‘খুশি কোনও নাচের ক্লাস বা শো-তে অংশ নিচ্ছে না। এটা একেবারেই সত্যি নয়। আমরা অবাক হচ্ছি। কোথা থেকে এ ধরনের খবর হচ্ছে?’’ এই গুজব নিয়ে নাকি তাঁরা বাড়িতে হাসাহাসিও করেছেন বলে জানিয়েছেন স্বয়ং নায়িকা।

বাঁদিক থেকে খুশি, জাহ্নবী ও শ্রীদেবী। ছবি: জাহ্নবীর ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

বড় মেয়ে জাহ্নবীর বি-টাউন এন্ট্রি নিয়ে জানতে চাওয়া হলে শ্রীদেবী বলেন, ‘‘যখন সেটা হবে আপনারা সকলেই জানতে পারবেন।’’ মেয়েদের বিষয়ে কি খুব পজেসিভ নায়িকা? শ্রীদেবীর উত্তর, ‘‘আমি পজেসিভ নই, কিন্তু খুব প্রোটেকটিভ। আমরা বন্ধু। নিজেদের মধ্যে সব কিছুই শেয়ার করি, আলোচনা করি।’’

শ্রীদেবী নিজে যতই ধামাচাপা দিতে চান না কেন, দুই মেয়েকে নিয়ে যে বি-টাউনে জোরজার গসিপ চলছে তা পরিষ্কার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement