Sridevi

Sridevi-Janhvi: আমার মেয়ে জাহ্নবী অভিনয় না করে বিয়ে করে নিলে বেশি খুশি হতাম: শ্রীদেবী

শ্রীদেবী এক বার একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, জাহ্নবী যখন তাঁকে এসে অভিনেত্রী হওয়ার ইচ্ছেপ্রকাশ করেন, তিনি খুশি হননি। বরং তাঁর ইচ্ছে ছিল, মেয়ের বিয়ে হয়ে যাক। কিন্তু তাঁর মেয়ের মনের কথা শুনে বাধা হয়ে দাঁড়াননি শ্রীদেবী। সাক্ষাৎকারে বলেছিলেন, ‘‘যদি দেখি যে জাহ্নবী ভাল অভিনয় করছে, তা হলে খুব খুশি হব।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১২ মার্চ ২০২২ ১৮:৩১
Share:

শ্রীদেবী-জাহ্নবী

প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী কখনওই বড় মেয়ে জাহ্নবী কপূরকে অভিনেত্রী হিসেবে দেখতে চাননি। তিনি মনে করতেন, জাহ্নবী খুবই সহজ সরল মানুষ। ইন্ডাস্ট্রির জটিলতায় তিনি টিকতে পারবেন না। বরং ছোট মেয়ে খুশি। কপূর যে অভিনয় পেশাতেই নিজের পরিচয় তৈরি করবেন, তা তিনি ধরেই নিয়েছিলেন। যদিও জাহ্নবী ইতিমধ্যেই বলিউডে নিজের নাম উজ্জ্বল করেছেন। খুশি সবেমাত্র তাঁর প্রথম ছবির শ্যুটিং শুরু করতে চলেছেন।

শ্রীদেবী এক বার একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, জাহ্নবী যখন তাঁকে এসে অভিনেত্রী হওয়ার ইচ্ছেপ্রকাশ করেন, তিনি খুশি হননি। বরং তাঁর ইচ্ছে ছিল, মেয়ের বিয়ে হয়ে যাক। কিন্তু তাঁর মেয়ের মনের কথা শুনে বাধা হয়ে দাঁড়াননি শ্রীদেবী। সাক্ষাৎকারে বলেছিলেন, ‘‘যদি দেখি যে জাহ্নবী ভাল অভিনয় করছে, তা হলে আমার থেকে বেশি খুশি কেউ হবে না।’’

Advertisement

শ্রীদেবী তাঁর বড় মেয়ের বেশি ঘনিষ্ঠ ছিলেন। খুশি তাঁর বাবা বনি কপূরের ন্যাওটা। সে কথা উল্লেখ করে শ্রীদেবী বলেন, ‘‘খুশি অনেক বেশি স্বাধীনচেতা। আজও সকালবেলা উঠে জাহ্নবী আমাকেই প্রথম দেখতে চায়। খুশি কিন্তু সকালে উঠে আমাদের পোষ্য কোকোর কাছে ছুটে যায়। মাঝে মধ্যে তো বনিজি আর খুশি আমার আর জাহ্নবীর বিরুদ্ধে দল গঠন করে মস্করা করে।’’

সে সব কারণেই জাহ্নবীকে নিয়ে খুব চিন্তায় থাকতেন শ্রীদেবী। নিজের বড় মেয়েকে সব রকম জটিলয়া থেকে দূরে রাখতেন। কিন্তু তার পরে এক দিন... নিজেই চলে গেলেন ‘হাওয়া হাওয়াই’ গার্ল।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন