ফেলুদা ফেরত

চাপড়ামারির জঙ্গল থেকে বেরিয়ে এলেন ফেলুদা, তোপসে, লালমোহনবাবু! সঙ্গে কে?

উত্তরবঙ্গের শীত মাখা জঙ্গলের লম্বা রাস্তায় হঠাৎ যদি দেখা যায় লালমোহনবাবু ফেলুদা তোপসে আর সৃজিত মুখোপাধ্যায়কে?

Advertisement

স্রবন্তী বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২০ ১২:১১
Share:

উত্তরবঙ্গের শীত মাখা জঙ্গলের লম্বা রাস্তায় ফেলুদা, তোপসে, জটায়ু...সঙ্গে সৃজিত। নিজস্ব চিত্র।

চাপড়ামারি আর তিন কিলোমিটার...
উত্তরবঙ্গের শীত মাখা জঙ্গলের লম্বা রাস্তায় হঠাৎ যদি দেখা যায় লালমোহনবাবু ফেলুদা তোপসে আর সৃজিত মুখোপাধ্যায়কে?
এ তো রীতিমতো বাঘ দেখতে পাওয়ার মতো ব্যাপার।
'হাইলি সাসপিসাস!'
আনন্দবাজার ডিজিটালকে এক্সক্লুসিভ ছবি পাঠালেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। এ শহর যখন তাঁর সদ্য মুক্তি পাওয়া ছবি 'দ্বিতীয় পুরুষ'-এর 'খোকা' জ্বরে কাঁপছে ঠিক তখন পরিচালক ফেলুদায় আবিষ্ট।
১৭টা ছবি করার পর ফেলুদা সিরিসজে হাত দিয়েছেন সৃজিত।

Advertisement

আরও পড়ুন-সন্দীপ্তার সঙ্গে বারাণসীতে রাহুল, বিয়ে করবেন? কী বললেন ওঁরা

নিজেই বলেছেন, ওয়েব সিরিজ ‘ফেলুদা ফেরত’-এর শুটিং এখনও পর্যন্ত সবচেয়ে বেশি আনন্দ করেছেন সৃজিত। বেশ কয়েক মাস ধরেই চলছিল ‘ফেলুদা ফেরত’-এর শুটিং। কাঠমাণ্ডু আর উত্তরবঙ্গ জুড়ে শুট হয়েছে। সত্যজিত রায়ের আঁকা ছবি মিলিয়ে তৈরি হয়েছে সেট। বিভিন্ন চরিত্রের গতিবিধি।সত্যজিতের সেই ইলাস্ট্রেশনের পাশপাশি সেটের ছবি দিয়ে পরিচালক নিয়মিত পোস্ট করেছেন শুটের নানা ছবি। মনে হয় যেন বই থেকে কথা বলে উঠছে ছবি!
এই ছবিতে বাঙালির নতুন ফেলুদা টোটা রায়চৌধুরী, তোপসে কল্পক মিত্র, জটায়ু অনির্বাণ চক্রবর্তীকে দেখা যাচ্ছে।সৃজিতের মগনলাল খরাজ মুখোপাধ্যায়। আছেন ধৃতিমান চট্টোপাধ্যায়। ঋষি কৌশিক।
নেট দুনিয়া থেকে টলিউড সব জায়গায় নতুন টিম ফেলুদার জয় জয়কার। সাংসদ অভিনেতা দেব টুইট করে নতুন ফেলুদা টোটা রায়চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন।

Advertisement

আরও পড়ুন: এক ভারতীয় পেসারে মজেছেন দিশা পাটানি!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement