শাহরুখ-কাজলের ‘গেরুয়া’ রোমান্স

বহু দিন পর রোহিত শেট্টির দিলওয়ালেতে জুটি বেঁধেছেন শাহরুখ খান এবং কাজল। এক কালের রোমান্টিক এই হিট জুটিকে ফের পর্দায় দেখার জন্য অপেক্ষায় রয়েছেন সিনেপ্রেমীরা। ভক্তদের জন্য এ বার নতুন চমক নিয়ে হাজির বাদশা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০১৫ ১৬:৫৮
Share:

বহু দিন পর রোহিত শেট্টির দিলওয়ালেতে জুটি বেঁধেছেন শাহরুখ খান এবং কাজল। এক কালের রোমান্টিক এই হিট জুটিকে ফের পর্দায় দেখার জন্য অপেক্ষায় রয়েছেন সিনেপ্রেমীরা। ভক্তদের জন্য এ বার নতুন চমক নিয়ে হাজির বাদশা। বুধবার বিকেলে মুম্বইয়ের মরাঠা মন্দির থিয়েটার হলে মুক্তি পাবে দিলওয়ালের প্রথম গান ‘গেরুয়া’। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শাহরুখ, কাজল দু’জনেই।

Advertisement

কিন্তু কেন মরাঠা মন্দিরকে বেছে নিলেন তাঁরা? জানা গিয়েছে, এই থিয়েটারেই দীর্ঘ ২০ বছর ধরে চলেছিল শাহরুখ-কাজল অভিনীত ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’। ১৯৯৫-তে মুক্তিপ্রাপ্ত এই ছবি ভারতীয় সিনেমার ইতিহাসে একটা মাইলস্টোন। শাহরুখ-কাজলের কেরিয়ারের নতুন মোড় এনে দিয়েছিল ওই ছবি। সে কারণেই নস্টালজিক এই জুটি নিজেদের আসন্ন ছবির গান রিলিজের জন্য বেছে নিয়েছেন মরাঠা মন্দিরকেই। প্রীতম চক্রবর্তীর সুরে গানটি গেয়েছেন অরিজিত্ সিংহ।

দেখুন, শাহরুখ-কাজলের ‘গেরুয়া’ প্রেম

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement