শাহরুখ যখন ফোটোগ্রাফার

ক্যামেরার সামনেই তাঁর যাবতীয় কাজ। কিন্তু ক্যামেরার পিছনেও যে তিনি সমান সাবলীল তা প্রমাণ করলেন শাহরুখ খান। সৌজন্যে তাঁর মেয়ে সুহানা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৫ ১৫:৫৬
Share:

লাঞ্চের পর হুল্লোড়। ছবি: টুইটারের সৌজন্যে।

ক্যামেরার সামনেই তাঁর যাবতীয় কাজ। কিন্তু ক্যামেরার পিছনেও যে তিনি সমান সাবলীল তা প্রমাণ করলেন শাহরুখ খান। সৌজন্যে তাঁর মেয়ে সুহানা।

Advertisement

ছবির শুটিংয়ে এই মুহূর্তে লন্ডনে আছেন শাহরুখ। সঙ্গে রয়েছে মেয়ে সুহানাও। শুক্রবার মেয়ের সঙ্গে স্পেশাল লাঞ্চে গিয়েছিলেন তিনি। হাজির ছিল মেয়ের বন্ধুরাও। মজা, আড্ডায় লাঞ্চ আওয়ার জমিয়ে দিয়েছিলেন শাহরুখ। দুপুরে জমিয়ে খাওয়া দাওয়ার পর এক সঙ্গে ছবিও তুলেছে সুহানা এবং তার বন্ধুরা। তবে ফ্রেমে দেখা যাচ্ছে না শাহরুখকে। কারণ, তিনিই ফটোগ্রাফার। সেই ছবি নিজের টুইটারে শেয়ারও করেছেন বাদশা। তিনি লিখেছেন, ‘প্রত্যেক মেয়ের দারুণ একটা ছবির পিছনে তার বাবার হাত থাকে..। ‘লাভলি ইয়াং লেডিস’দের সঙ্গে লাঞ্চ করে দারুণ লাগল।’

বলিউডে জোর গু়ঞ্জন, শাহরুখের তিন সন্তান আরিয়ান, সুহানা এবং আব্রামের মধ্যে একমাত্র সুহানাই অভিনয়ে আসতে চান। আব্রাম এখনও খুবই ছোট। আর এখনও পর্যন্ত আরিয়ান পড়াশোনা নিয়েই থাকতে চায়। কিন্তু সুহানার বরাবরই অভিনয়ে ঝোঁক। আর এ ব্যাপারে সুহানার সেরা গাইড বাবা। তাই ভবিষ্যতে বাবার পরামর্শ মতোই ভেবেচিন্তে পা ফেলবে সে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement