শিল্পার রেস্তরাঁর বাইরে যে কারণে লম্বা লাইন। ছবি: সংগৃহীত।
মুম্বই শহরে একাধিক রেস্তরাঁ রয়েছে অভিনেত্রী শিল্পা শেট্টীর। সম্প্রতি শিল্পার বান্দ্রার ‘আম্মাকাই’ রেস্তরাঁর বাইরে বিনামূল্যে খাবার পরিবেশন করা হয়েছিল। তাতেই ভিড় উপচে পড়ে রেস্তরাঁর সামনে। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই ধেয়ে এল কটাক্ষ।
গত বছর ১৯ ডিসেম্বর এই নতুন রেস্তরাঁর উদ্বোধন করেন অভিনেত্রী। আগে এই জায়গায় ছিল তাঁর ‘বাস্টিয়ন’ রেস্তরাঁ। কিছু আইনি জটিলতার কারণে স্থান পরিবর্তন করা হয় ‘বাস্টিয়ন’-এর। সেই জায়গা খোলা হয় এই দক্ষিণ ভারতীয় খাবারের রেস্তরাঁর। সাধারণতন্ত্র দিবসের সকালে বিনামূল্যে প্রাতরাশ খাওয়ানোর ব্যবস্থা করেছিলেন শিল্পা। এটা জানতে পেরে সেদিন সকাল থেকে সাধারণ মানুষের লম্বা লাইন পড়ে যায় ওই রেস্তরাঁর সামনে। দীর্ঘ লাইনের এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই নানা কটাক্ষ ছুড়ে দেন নেটাগরিকেরা। কেউ বলেছেন, ‘‘যাঁরা লাইনে দাঁড়িয়েছেন প্রত্যেকের বেশভূষা দেখে মনে হচ্ছে উচ্চবিত্ত বা়ড়ির লোকজন। তাঁরা তারকার হোটেল দেখেই লাইনে দাঁড়িয়ে পড়েছেন।’’ কারও ক্ষোভ, ‘‘এঁরা নিজেরা দু’তিন কোটির ফ্ল্যাটে থাকেন। অথচ ভিখারির মতো শিল্পার রেস্তরাঁর বাইরে বিনা পয়সার খাবার খেতে দাঁড়িয়ে পড়েছেন!’’ দিও এই প্রসঙ্গে শিল্পা এখনও কোনও মন্তব্য করেননি।