Disha Patani

‘মুখোশ মানুষ’-এর সঙ্গে সম্পর্কে সিলমোহর দিশার! সঙ্গীতশিল্পী তলবিন্দরের সঙ্গে বয়সের পার্থক্য কত?

টাইগার শ্রফের সঙ্গে দীর্ঘ দিন সম্পর্কে ছিলেন। তবে সেই সম্পর্ক ভাঙার পরে নাকি তলবিন্দরের মধ্যেই মনের মানুষকে খুঁজে পেয়েছেন অভিনেত্রী। দু’জনের বয়সের ব্যবধান কত?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ ১৫:৪৯
Share:

(বাঁ দিকে) দিশা পটানী, (ডান দিকে) তলবিন্দর সিংহ। ছবি: সংগৃহীত।

দিনকয়েক ধরেই গুঞ্জন, পঞ্জাবি শিল্পী তলবিন্দর সিংহ সিদ্‌ধুর সঙ্গে প্রেম করছেন দিশা পটানী। কৃতি সেননের বোনের বিয়ে থেকে এই গুঞ্জন ছড়ায়। রবিবার মুম্বইয়ে একটি অনুষ্ঠানে তলবিন্দরের হাত ধরে বেরিয়ে আসেন দিশা। অনুরাগীদের দাবি, সম্পর্কে সিলমোহর দিলেন অভিনেত্রী। টাইগার শ্রফের সঙ্গে বিচ্ছেদের পরে নতুন প্রেমে দিশা। দু’জনের বয়সের ব্যবধান কত?

Advertisement

পঞ্জাবি লোকসঙ্গীতকে নতুন মোড়কে তৈরি করেন তলবিন্দর। তবে নিজের খ্যাতির সঙ্গে ব্যক্তিগত জীবন মেলাতে চান না। তাই মুখোশে ঢেকে রাখেন মুখ। কর্ণ ঔজলা, হনী সিংহের মতো শিল্পীদের সঙ্গে জোট বেঁধেও বেশ কিছু কাজ করেছেন তলবিন্দর। শিল্পীর ‘খয়াল’, ‘নশা’ গানগুলি নতুন প্রজন্মের মধ্যে খুবই জনপ্রিয়। অন্য দিকে দিশা বলিউডের পরিচিত অভিনেত্রী। শরীরচর্চা ও নৃত্য পরিবেশনায় বলিউডের ভরসাযোগ্য নাম তিনি। তাঁর জন্ম ১৯৯২ সালের জুন মাসে, উত্তরপ্রদেশে। তলবিন্দরের জন্ম হয়েছে ১৯৯৭ সালের নভেম্বর মাসে। তাঁদের বয়সের ব্যবধান পাঁচ বছরের। দিশার থেকে বয়সে তলবিন্দর ছোট। যদিও তাঁরাই প্রথম নন। বলিউডে এমন একাধিক সম্পর্ক রয়েছে, যেখানে প্রেমিক ও প্রেমিকার বয়সের ব্যবধান বিস্তর। যদিও বয়স কখনও বাধা হয়ে দাঁড়ায়নি সে সব সম্পর্কে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement