‘বালিকা বধূ’কে মনে আছে তো আপনাদের? অথবা হালে ‘পিকু’তে দীপিকা পাড়ুকোনের মাসি? ঠিকই ধরেছেন। মৌসুমী চট্টোপাধ্যায়ের কথাই হচ্ছে। তিনি নাকি চুটিয়ে ফ্লার্ট করতেন। না! শুধু পাস্ট টেন্স নয়। ৬৭ বছর বয়সে এসেও চূড়ান্ত ফ্লার্ট করেন নায়িকা। এই স্বীকারোক্তি খোদ মৌসুমীর!
বিষয়টি ঠিক কী?
সম্প্রকি এক সাক্ষাত্কারে মৌসুমী হেসে বলেন, ‘‘আমি দারুণ ফ্লার্ট করতে পারি। শুধু মানুষ নয়, গাছ হোক, পশু-পাখি হোক সকলের সঙ্গে ফ্লার্ট করতে পারি অনায়াসে। শাবানা আজমি তো একসময় বলতেন, আমি আর শশী কপূর ছয় থেকে ৬০ সকলের সঙ্গে ফ্লার্ট করতে পারি।’’
কখনও ফারুখ শেখ, কখনও বা বিনোদ মেহেরা— অনেকের সঙ্গেই তাঁর নাম জড়িয়ে গসিপ ছড়িয়েছিল বি-টাউনে। সে সব জল্পনাকে কখনওই পাত্তা দেননি নায়িকা। এত দিন পর মৌসুমী বললেন, ‘‘আমি গুজবে কান দিইনি। আমার কাছের লোকেরা জানতেন, আমি কখন কার সঙ্গে কোথায় গিয়েছি। আর আমার স্বামী তো সব সময় আমাকে সাপোর্ট করেছেন।’’
এত দিন পর মৌসুমীর এই বক্তব্যকে বেশ সাহসী কমেন্ট হিসেবেই দেখছেন ইন্ডাস্ট্রির অধিকাংশ মানুষ।