Raj Chakraborty Birthday

রাজের জন্মদিনে আদুরে বার্তা, শুভশ্রীকে সাহায্য করলেন মার্কিন গায়ক ব্রুনো মার্স!

২১ ফেব্রুয়ারি রাজের জন্মদিন। শুভশ্রীর মনের কথা বলতে কী ভাবে সাহায্য করলেন আমেরিকান গায়ক ব্রুনো মার্স?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:১১
Share:

রাজের জন্মদিনে শুভশ্রীকে সাহায্য করলেন ব্রুনো মার্স! ছবি: সংগৃহীত।

প্রায় সাত বছরের দাম্পত্য জীবন। এই মুহূর্তে দুই সন্তানের বাবা-মা রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। দাম্পত্যের এতগুলো বছর পেরিয়ে সম্পর্কে উষ্ণতা একই রকম, অটুট। টলিপাড়ার অন্যতম চর্চিত দম্পতি তাঁরা। স্বামীর প্রতি প্রেমের প্রকাশে কখনও কার্পণ্য করেননি শুভশ্রী। তেমনই স্ত্রীর প্রতি মুগ্ধতা বার বার জনসমক্ষে স্বীকার করেছেন রাজও। ২১ ফেব্রুয়ারি রাজের জন্মদিন। একই সঙ্গে ভাষা দিবসও বটে। এর মাঝেই রাজের জন্মদিনে শুভশ্রীর মনের কথা বলতে সাহায্য করলেন মার্কিন গায়ক ব্রুনো মার্স।

Advertisement

মধ্যরাতে লাল গোলাপ দিলেন। সঙ্গে ছবি দিলেন একগুচ্ছ। তাঁদের প্রেমজীবনের ছবি, বিয়ের ছবি ও বিবাহ-পরবর্তী জীবনের ছবি। কখনও তাঁরা একান্ত যাপনে মাতেন, কখনও আবার একে অপরের ঠোঁটে ঠোঁট রাখেন যুগলে। যদিও সে সব পেরিয়ে রাজের উদ্দেশে শুভশ্রী যে বার্তা দিতে চেয়েছেন তাতেই সাহায্য নিয়েছেন ব্রুনো মার্সের। রাজ-শুভশ্রীর ছবির সঙ্গে নেপথ্যে তাঁর গান।

ব্রুনোর গাওয়া জনপ্রিয় গান ‘ডাই উইথ আ স্মাইল’-এর ভাবার্থ খানিকটা এমন হয়, ‘তুমি যেখানেই যাও আমি রয়েছে তোমার সঙ্গে। ভবিষ্যৎ কেউ দেখেনি। তাই প্রতিটা রাত তোমাকে ভালবাসব চূড়ান্ত রাত ভেবে। এই পৃথিবী শেষ হয়ে গেলেও আমি তোমার পাশে থাকব।’ আসলে জীবনে যে পরিস্থিতিই আসুক না কেন রাজের হাতটা আজীবন শক্ত করে ধরে থাকবেন, আরও এক বার অঙ্গীকারবদ্ধ হলেন নায়িকা। তাই শুভশ্রী লেখেন, ‘‘পৃথিবীর সব সুখ তোমার হোক। জানি না কী ভাবে ব্রুনো মার্স আমার মনে কথা বুঝে গেল।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement