Entertainment News

বিয়ের পর প্রথম বোল্ড ছবি শেয়ার করলেন শুভশ্রী!

না! বিয়ের পর এত দিন পর্যন্ত তেমন কোনও ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেননি শুভশ্রী। তবে এ বার করলেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০১৮ ১৪:২৫
Share:

শুভশ্রীর শেয়ার করা সেই ছবি।— টুইটারের সৌজন্যে।

গত মে মাসে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি শেয়ার করেছেন শুভশ্রী। কখনও শাড়ি, সিঁদুরের ঘরোয়া লুক। কখনও বা গাউনের ওয়ের্স্টান লুক। কিন্তু তথাকথিত বোল্ড ছবি?

Advertisement

না! বিয়ের পর এত দিন পর্যন্ত তেমন কোনও ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেননি শুভশ্রী। তবে এ বার করলেন। গত ৩০ সেপ্টেম্বর সোশ্যাল মিডিয়ায় একটি সাদা-কালো ছবি দিয়েছেন নায়িকা। যেখানে ধরা পড়েছে তাঁর বোল্ড অবতার।

ছবির ক্যাপশনে শুভশ্রী লিখেছেন, ‘নিজের মতো করে সুন্দর হও।’ অর্থাত্ নায়িকা বার্তা দিয়েছেন, সৌন্দর্যের সংজ্ঞা এক এক জনের কাছে এক এক রকম। তাই বাহ্যিক নয়, ভিতরের সৌন্দর্যই আসল। কে কী বললেন, সেটা মনে না রেখে নিজের শর্তে সুন্দর হওয়ার পরামর্শ দিয়েছেন নায়িকা।

Advertisement

আরও পড়ুন, ‘বিষের ধোঁয়ায়’ অচেনা প্রিয়ঙ্কাকে দেখুন ‘ব্যোমকেশ গোত্র’-এ

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের সমস্ত গসিপ পড়তে চোখ রাখুন আমাদের বিনোদন বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement