Entertainment News

প্রেমের দিনে রাজ-শুভশ্রীর একান্ত ছবি ভাইরাল!

ভ্যালেন্টাইনসডের দিন নাকি একসঙ্গে ছিলেন না রাজ-শুভশ্রী। শুভশ্রীর শেয়ার করা ছবিতেও সে ইঙ্গিতই মিলেছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৩৭
Share:

দম্পতি। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

২০১৮-এ বিয়ে করেছেন পরিচালক রাজ চক্রবর্তী এবং নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তার পর থেকে যে কোনও অনুষ্ঠান একসঙ্গে সেলিব্রেট করেছেন দম্পতি। সেই সব সেলিব্রেশনের ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অনুরাগীদের জন্য। গতকাল ছিল ভ্যালেন্টাইনস ডে। প্রেমের দিন। আর এমন দিনেই নাকি একসঙ্গে কাটানোর সুযোগ পাননি দম্পতি। তবুও তাঁদের ঘনিষ্ঠ ছবি ভাইরাল!

Advertisement

সূত্রের খবর, ভ্যালেন্টাইনসডের দিন নাকি একসঙ্গে ছিলেন না রাজ-শুভশ্রী। শুভশ্রীর শেয়ার করা ছবিতেও সে ইঙ্গিতই মিলেছে। নিজেদের একান্ত মুহূর্তের একটি ছবি শেয়ার করে শুভশ্রী লিখেছেন, ‘মিসিং ইউ মাই লভ। হ্যাপি ভ্যালেন্টাইনস ডে।’

গত বছরের শেষে মুক্তি পেয়েছিল রাজ পরিচালিত ‘অ্যাডভেঞ্চারস্ অব জোজো।’ দর্শকদের প্রশংসা পেয়েছিল সে ছবি। কিন্তু বিয়ের পর এখনও পর্যন্ত কোনও ছবিতে দেখা যায়নি শুভশ্রীকে।

Advertisement

আরও পড়ুন, আগামী ৮ মার্চ প্রেমের নতুন মানে খুঁজতে শেখাবেন কনীনিকা?

Missing you my love... Happy Valentine’s Day ❤️❤️ @rajchoco

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real) on

(টলিউডের প্রেম, টলিউডের বক্স অফিস, বাংলা সিরিয়ালের মা-বউমার তরজা -বিনোদনের সব খবর আমাদের বিনোদন বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement