Entertainment News

অভিনয় নয়, এ বার এই কাজটাও করলেন শুভশ্রী!

আসল ব্যাপারটা কী? এ বার কি অভিনয় ছেড়ে গান গাইবেন নায়িকা?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৮ ১৩:২৮
Share:

শুভশ্রী। ছবি: শুভশ্রীর ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

ক্যাজুয়াল ড্রেস। নো মেকআপ লুক। চোখে চশমা। এ ভাবে নায়িকা শুভশ্রীকে হয়তো আপনি আগেও দেখেছেন। কিন্তু হাতে গিটার? দেখেছেন কখনও?

Advertisement

শুধু হাতে গিটারই নয়। গিটার বাজিয়ে গানও গাইলেন শুভশ্রী। গোটা মুহূর্ত ফ্রেমবন্দি করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন তাঁর স্বামী পরিচালক রাজ চক্রবর্তী। শুভশ্রীকে প্রথম ব্যান্ড কনসার্টের জন্য শুভেচ্ছাও জানিয়েছিলেন রাজ।

আসল ব্যাপারটা কী? এ বার কি অভিনয় ছেড়ে গান গাইবেন নায়িকা?

Advertisement

এই মুহূর্তে শুভশ্রীর নতুন কোনও ছবির খবর নেই। সেই অবসরেই কি অন্য দিকে মন দিয়েছেন? সত্যিই কি ব্যান্ড কনসার্ট করছেন নায়িকা?

আরও পড়ুন, সারোগেসির মাধ্যমে সিঙ্গল মাদার হলেন শ্রেয়া পাণ্ডে

না! এ সব প্রশ্নের সরাসরি কোনও জবাবই দেননি রাজ অথবা শুভশ্রী। তবে গানটা যে নায়িকা ভালই গেয়েছেন, সে বিষয়ে একমত তাঁর সোশ্যাল অনুরাগীদের একটা বড় অংশ।

Wish you all the best for your first band concert today! Support team #parinday #Rockon 🤘🏻

A post shared by Raj Chakraborty (@rajchoco) on

(টলিউডের প্রেম, টলিউডের বক্ল অফিস, বাংলা সিরিয়ালের মা-বউমার তরজা - বিনোদনের সব খবর আমাদের বিনোদন বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement