Entertainment News

প্রথম বিবাহবার্ষিকীর আগে নিজেকে বদলে ফেললেন শুভশ্রী!

রাজ আগেই জানিয়েছেন, প্রথম বিবাহবার্ষিকীতে পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে গেট টুগেদার করবেন। বড় কোনও অনুষ্ঠানের পরিকল্পনা নেই দম্পতির।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ মে ২০১৯ ২০:০৮
Share:

শুভশ্রী। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

রাত পোহালেই প্রথম বিবাহবার্ষিকী। একসঙ্গে থাকার এক বছর পূর্ণ করতে চলেছেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ঠিক তার আগেই নিজেকে বদলে ফেললেন শুভশ্রী!

Advertisement

না! বদল মানসিক নয়। এ বদল বাহ্যিক।

আসলে নতুন হেয়ার কাট করিয়েছেন নায়িকা। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তাঁর নতুন লুকের ছবি।

Advertisement

রাজ আগেই জানিয়েছেন, প্রথম বিবাহবার্ষিকীতে পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে গেট টুগেদার করবেন। বড় কোনও অনুষ্ঠানের পরিকল্পনা নেই দম্পতির।

আরও পড়ুন, হায় আল্লা, এটা কী করে করব: জয়া আহসান

সদ্য কাজে ফিরেছেন শুভশ্রী। বিয়ের পর বেশ কিছুদিন ব্রেক নিয়েছিলেন। ফ্লোরে ফিরেছেন রাজের পরিচালিত ছবি ‘পরিণীতা’র হাত ধরে। নিজের প্রোডাকশনে এই প্রথম কোনও ছবি পরিচালনা করছেন রাজ। যেমন চুটিয়ে সংসার করছেন এই জুটি, তেমনই চুটিয়ে শুটিংও করেছেন। ফ্লোরে দম্পতির পরিচালক-নায়িকার সম্পর্কই ছিল। ব্যক্তিগত রসায়ন সেখানে গুরুত্ব পায়নি।

আরও পড়ুন, বিয়ের প্রথম ছবি শেয়ার করলেন নবনীতা

কাকতালীয় ভাবে ‘পরিণীতা’র গল্পটি পেয়েছিলেন রাজ। ফেসবুকে অনেকেই গল্প লেখেন। সে রকম একটি গল্প ভাল লেগে যায় পরিচালকের। এ ছবিতে রয়েছে উত্তর কলকাতার একটি পাড়ার গল্প। সেখানে পাড়াতুতো প্রেমও আছে। সব মিলিয়ে বিয়ের পর কেরিয়ারে রাজ-শুভশ্রী জুটির কেমিস্ট্রির অপেক্ষায় রয়েছেন দর্শক।

How is it???

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real) on

(সেলেব্রিটি ইন্টারভিউ, সেলেব্রিটিদের লাভস্টোরি, তারকাদের বিয়ে, তারকাদের জন্মদিন থেকে স্টার কিডসদের খবর - সমস্ত সেলেব্রিটি গসিপ পড়তে চোখ রাখুন আমাদের বিনোদন বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement