‘অমিতাভ অর ম্যায়’, নয় শহরে সুদেশের সুর-শ্রদ্ধা

একলা ঘরের নিঝুম দুপুর। নেপথ্যে বিখ্যাত ব্যারিটোনে ‘একলা চলো রে’ আহ্বান। শুনে বুকের ভেতর বেজে ওঠে মন কেমনের একতারা! সুজয় ঘোষের ‘কহানি’র সৌজন্যে এমন অনুভূতি অনেকেই টের পেয়েছেন। যদিও বলিউডের ‘অ্যাংরি ইয়ং ম্যান’-এর ভরাট গলা এর আগেও ব্যবহার করেছে ফিল্মি রাজধানী। এক সময় তাঁর গান শোনা গিয়েছিল ‘মিস্টার নটওয়ারলাল’, ‘সিলসিলা’, ‘পুকার’-এ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ মে ২০১৫ ১৪:৪৩
Share:

একলা ঘরের নিঝুম দুপুর। নেপথ্যে বিখ্যাত ব্যারিটোনে ‘একলা চলো রে’ আহ্বান। শুনে বুকের ভেতর বেজে ওঠে মন কেমনের একতারা!

Advertisement

সুজয় ঘোষের ‘কহানি’র সৌজন্যে এমন অনুভূতি অনেকেই টের পেয়েছেন। যদিও বলিউডের ‘অ্যাংরি ইয়ং ম্যান’-এর ভরাট গলা এর আগেও ব্যবহার করেছে ফিল্মি রাজধানী। এক সময় তাঁর গান শোনা গিয়েছিল ‘মিস্টার নটওয়ারলাল’, ‘সিলসিলা’, ‘পুকার’-এ। হালফিলের ‘শমিতাভ’ বা ‘পা’-তেও অভিনয়ের পাশাপাশি গান গেয়েছেন বিগ বি। আবার এমন কিছু গানও আছে যা আচমকা শুনলে মনে হবে ‘বিগ বি’ নিজেই গাইছেন। কিন্তু নেপথ্য গায়ক অন্য কেউ। ‘ভয়েস অফ অমিতাভ বচ্চন’-নামে পরিচিত সেই মানুষটি সুদেশ ভোঁসলে। যেমন ‘হম’ ছবির ‘ঝুম্মা চুম্মা দে দে’ গানটি গেয়েছিলেন সুদেশ। যা অমিতাভের গান বলে ভুল করেন অনেকেই।

সুদেশ এ বার সম্মান জানাবেন তাঁর ‘নায়ক’কে। আগামী ৮ মে মুম্বইতে ‘অমিতাভ অর ম্যায়’-র প্রথম শো। এর পর দেশ জুড়ে আরও ন’টি শহরে এই বিশেষ অনুষ্ঠান নিয়ে হাজির হবেন তিনি। শিল্পীর গলায় মেগাস্টারের বিখ্যাত হিন্দি গানগুলি উপভোগ করবেন দর্শকরা। এই কনসার্টে সুদেশের সঙ্গে থাকবেন তাঁর পুত্র সিদ্ধান্ত ও শিল্পী অর্পিতা ঠাক্কর।

Advertisement

এক সময় স্টেজে ‘মিমিক্রি আর্টিস্ট’ হিসেবে কাজ শুরু করেন সুদেশ। অশোক কুমার, সঞ্জীব কুমার, বিনোদ খন্না, অমিতাভ বচ্চনের মতো প্রথম সারির তারকাদের তিনি খুব সহজেই নকল করতেন। এমনই এক অনুষ্ঠানে সুরকার জুটি লক্ষ্মীকান্ত-প্যারেলালের নজরে আসেন তিনি। এর পর হিন্দি ফিল্মে প্লে ব্যাক সিঙ্গার হিসেবে আবির্ভাব ঘটে এই ‘আজুবা’র। ‘হম’-এর গান পাওয়ার পর অনেক দিন পর্যন্ত সাধারণ মানুষ বুঝতেই পারেনি আসল রহস্য। সুদেশ এক সাক্ষাত্কারে জানিয়েছিলেন, বিগ বি-র ঘরণীও স্বয়ং এই ব্যপারটা জানতেন না। তার পর ‘বাগবান’, ‘বাবুল’, ‘ভুতনাথ’-এর মতো বেশ কয়েকটি ছবিতে অমিতাভ বচ্চনের ব্যারিটোনের সঙ্গে তাল রেখে মুম্বইতে নিজের জমি শক্ত করে নিয়েছেন সুদেশ।

এ বার বলিউড ‘শাহেনশা’কে সম্মান জানানোর পালা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন