Sudip Mukherjee

সুদীপ-পৃথার সম্পর্কের বরফ গলল! দূরে রয়েছেন অভিনেতা, ছড়িয়ে পড়ল তাঁদের ব্যক্তিগত ছবি?

সুদীপ মুখোপাধ্যায় এবং পৃথা চক্রবর্তীর সম্পর্ক নিয়ে বিস্তর কাটাছেঁড়া হয়েছে। এর মধ্যে ছড়িয়ে পড়ল দম্পতির বিশেষ ছবি। যা দেখে ইন্ডাস্ট্রির ফিসফাস, তা হলে কি সব ঠিক হয়ে গেল?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০৮
Share:

সুদীপ-পৃথা আবার কাছাকাছি? ছবি: সংগৃহীত।

পাঁচ মাস আগের ঘটনা। আচমকাই শোনা যায়, সুদীপ মুখোপাধ্যায় এবং তাঁর স্ত্রী পৃথা চক্রবর্তীর বিবাহবিচ্ছেদের গুঞ্জন। তোলপাড় হয়েছিল সমাজমাধ্যম। প্রথমে ঘটনাটি অস্বীকার করলেও পরে দাম্পত্যজীবনে সমস্যার কথা নিজেই জানিয়েছিলেন সুদীপ। আলাদা থাকলেও অনেক সময়েই একসঙ্গে দেখা যায় তাঁদের। তাতেই একাংশের প্রশ্ন, তবে কি ঝামেলা মিটিয়ে আবার একসঙ্গে তাঁরা?

Advertisement

সম্প্রতি ফেসবুকের স্টোরিতে নিজেদের একটি ছবি ভাগ করে নেন পৃথা। ছবিতে বোঝা যাচ্ছে, সুদীপের সঙ্গে ভিডিয়ো কলে ব্যস্ত পৃথা ও তাঁদের ছেলে। তাঁদের মধ্যে যা-ই হোক না কেন, সেই প্রভাব সন্তানদের উপর পড়ুক, চান না সুদীপ এবং পৃথা। মে মাসে ছেলের জন্মদিনও একসঙ্গে পালন করেছিলেন তাঁরা।

পুত্র এবং স্ত্রীর সঙ্গে ভিডিয়ো কলে ব্যস্ত সুদীপ। ছবি: ফেসবুক।

ভিডিয়ো কলের ছবি দেখে অনেকের মনে প্রশ্ন, তাঁদের বিচ্ছেদ নিয়ে যা আলোচনা হয়েছিল, সেগুলো কি সবটাই মিথ্যে? ছবি দেখে আন্দাজ, সম্ভবত শুটিংয়ের জন্য বাইরে গিয়েছেন অভিনেতা। কলকাতায় ছেলেদের নিয়ে আছেন পৃথা। সেখান থেকেই তাঁদের কথোপকথন হচ্ছে। সেই ছবি ভাগ করে নিয়ে পৃথা লেখেন, “তাড়াতাড়ি ফিরে এসো বাবা।”

Advertisement

তা হলে কি পৃথা, সুদীপের সম্পর্কের বরফ গলল? প্রশ্ন তুলেছেন অনেকেই। যদিও এই বিষয়ে কোনও কথা বলতে রাজি নন তাঁরা। শোনা যায়, বিচ্ছেদের পর সুদীপ থাকছেন অন্য বাড়িতে। আর পুরনো বাড়িতে রয়েছে তাঁর দুই সন্তান এবং পৃথা। মাঝে সমাজমাধ্যমে অন্য নামও ব্যবহার করছিলেন অভিনেতার স্ত্রী। ইন্ডাস্ট্রির অন্দরের ফিসফাস, তাঁদের সম্পর্ক এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে তা বোঝা খুব কঠিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement