ডেটিং অ্যাপ নিয়ে কেলেঙ্কারি। ছবি: সংগৃহীত।
বেশ কিছু দিন আগেই বিবাহবিচ্ছেদের কথা প্রকাশ্যে জানিয়েছেন সঞ্চারী চক্রবর্তী, অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়ের প্রাক্তন স্ত্রী। সমাজমাধ্যমের পাতায় লিখে প্রথম বার নিজেদের পরিবর্তিত সমীকরণের কথা ঘোষণা করেন তিনি। প্রথমে অবশ্য বিবাহবিচ্ছেদের কথা স্বীকার করেননি সুদীপ। পরে সবটা খোলসা করেন। বিবাহবিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর থেকেই বিভিন্ন কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে সুদীপের প্রাক্তন স্ত্রী। সম্প্রতি ফেসবুকে তাঁর নাম বদলকে কেন্দ্র করেও নানা আলোচনা হয়েছিল।
হুঁশিয়ারি সঞ্চারীর। ছবি: সংগৃহীত।
এত দিন তাঁর প্রোফাইল ‘পৃথা চক্রবর্তী’ নামেই দেখা যেত। তার পর আচমকাই তাঁর নাম পরিবর্তনকে কেন্দ্র করেও হয়েছিল বিপুল আলোচনা। তার পর আবার এক কাণ্ড। নিজের সমাজমাধ্যমের পাতায় পোস্ট করে সঞ্চারী নিজের বিরক্তি উগরে দিলেন। বিবাহবিচ্ছেদের খবরের জেরে এমনিতেই তাঁকে নিয়ে আলোচনার শেষ নেই। তার উপরে একটি ডেটিং অ্যাপে নিজের ছবি দেখে রেগে আগুন সঞ্চারী।
সেটা তাঁর চোখে পড়তেই সঙ্গে সঙ্গে বড় পোস্ট করলেন তিনি। সঞ্চারী লেখেন, “সকলের জন্য সতর্কবার্তা। ভুয়ো প্রোফাইলের রমরমা। আমার অনুমতি ছাড়াই কেউ এক জন ডেটিং অ্যাপে আমার ছবি ব্যবহার করেছেন। দয়া করে সতর্ক হোন। আর এমন সন্দেহজনক কিছু চোখে পড়লে অবশ্যই অভিযোগ জানান।”
তাঁর নাম পরিবর্তন করা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। তবে অনুরাগীদের একাংশের মতে, বিবাহবিচ্ছেদের পর অনেকেই তাঁর সঙ্গে বিভিন্ন কারণে যোগাযোগ করার চেষ্টা করছেন। নানা ধরনের প্রশ্নেরও সম্মুখীন হতে হয়েছে তাঁকে। সব ধরনের বিতর্ক থেকে দূরে থাকার জন্যই হয়তো তিনি নিজের ভাল নামটি ব্যবহার করছেন ফেসবুকে।