Sudipa Basu

সংরক্ষণ

এক সময়ে একাধিক ধারাবাহিক করলেও এখন সুদীপা বেছে কাজ করেন। ছোট পর্দায় করছেন ‘খেলাঘর’।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২০ ০০:৫৯
Share:

সুদীপা

অতিমারির বছরে সেলেব্রিটিরা নানা স্কিল রপ্ত করেছেন। যেমন ছোট পর্দার পরিচিত মুখ সুদীপা বসু এই বছরের বিভিন্ন সংবাদপত্রের কাট-আউট সংগ্রহ করেছেন। তাঁর কথায়, ‘‘যে কঠিন সময় আমরা পেরিয়ে এলাম, তা সহজে ভুলে গেলে চলবে না। এই মুহূর্তে ডকুমেন্টেশনের কথা না ভাবলেও ইচ্ছে রয়েছে কিছু করার।’’

Advertisement

এক সময়ে একাধিক ধারাবাহিক করলেও এখন সুদীপা বেছে কাজ করেন। ছোট পর্দায় করছেন ‘খেলাঘর’। কৌশিক গঙ্গোপাধ্যায়ের সহকারী পরিচালক রাজদীপ ঘোষের প্রথম ছবি ‘কলকাতার হ্যারি’তে এক আইনজীবীর ভূমিকায় দেখা যাবে তাঁকে। হইচই প্ল্যাটফর্মে মৈনাক ভৌমিকের একটি সিরিজ়েরও কাজ রয়েছে হাতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement