Entertainment News

সুদীপ্তার শাশুড়ি প্রয়াত

গত ৩০ নভেম্বর বাবা বিপ্লবকেতন চক্রবর্তীকে হারিয়েছেন সুদীপ্তা। ফের প্রিয় জনের মৃত্যু।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৯ ১৬:২৮
Share:

বিয়ের দিন শাশুড়ির সঙ্গে সুদীপ্তা। ছবি: ফেসবুক থেকে গৃহীত।

কলকাতার এক বেসরকারি হাসপাতালে শনিবার সকালে প্রয়াত হলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর শাশুড়ি মিনতিবালা সাহা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করেছেন সুদীপ্তা স্বয়ং। সুদীপ্তার স্বামী পরিচালক অভিষেক সাহা মিনতির ছোট ছেলে।

Advertisement

অভিনেত্রী লিখেছেন, ‘সবাই একসাথে থাকিও… সবাই মিলেমিশে থাকিও…। এটাই ওঁর শেষ কথা। গত রবিবার বিকেলে আমাকে বলেছিলেন। তার পর থেকে আর কিছু বলেননি। এমনকি চোখও খোলেননি। আজ সকালে আমাদের ছেড়ে চলে গেলেন… নতুন এক পথে… যেটা আমাদের অজানা। আমার শাশুড়ি। আমার দেখা মিষ্টি মা। তোমার আত্মার শান্তি কামনা করি। আমরা তোমাকে মিস করব…।’

গত ৩০ নভেম্বর বাবা বিপ্লবকেতন চক্রবর্তীকে হারিয়েছেন সুদীপ্তা। ফের প্রিয় জনের মৃত্যু। শাশুড়ি সকলকে নিয়ে থাকতে পছন্দ করতেন বলে জানিয়েছেন সুদীপ্তা।

Advertisement

দেখুন, বিনোদনের নানা কুইজ

আরও পড়ুন, ‘রাজচন্দ্র’কে মিস করবেন ‘রানি’, ক্ষমাও চাইলেন দিতিপ্রিয়া

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement