Advertisement
E-Paper

‘রাজচন্দ্র’কে মিস করবেন ‘রানি’, ক্ষমাও চাইলেন দিতিপ্রিয়া

রানি রাসমণি জীবনের আধারে তৈরি এই ধারাবাহিকে রানির বিয়ে, সংসার জীবনের গল্প এতদিন দেখেছেন দর্শক।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৯ ১২:৪২
রানি এবং রাজচন্দ্র।

রানি এবং রাজচন্দ্র।

দিতিপ্রিয়া রায় এবং নূর এই মুহূর্তে বাংলা টেলিভিশনের দর্শকদের কাছে পরিচিত মুখ। সৌজন্যে জনপ্রিয় ধারাবাহিক ‘করুণাময়ী রানি রাসমণি’। গত দু’বছর ধরে এই অনস্ক্রিন জুটি দর্শকদের মন জয় করেছে। এ বার গল্পে কিছু পরিবর্তন হল। নূরের চরিত্র অর্থাত্ বাবু রাজচন্দ্র দাসকে আর গল্পে দেখা যাবে না। সে কারণেই অফস্ক্রিনেও প্রতিদিন শুটিংয়ে এখন আর দেখা হবে না দিতিপ্রিয়া-নূরের। ‘রানি’ মিস করবেন ‘রাজচন্দ্র’কে।

সোশ্যাল মিডিয়ায় দিতিপ্রিয়া লিখেছেন, ‘রানি মিস করবে রাজচন্দ্রকে। প্রায় দু’বছর ধরে আমরা একসঙ্গে কাজ করলাম। অর্ধেক মাস তর্ক, ঝগড়া, যুদ্ধ করে কাটত আমাদের। আর মাসের বাকি ১৫ দিন আমদের কথা বন্ধ থাকত। আমরা অ্যাংরি বার্ডদের মতো ছিলাম। কিন্তু সে সব এখন আর হবে না। এই স্মৃতি আমি সারা জীবন মনে রাখব। সব কিছুর জন্য দুঃখিত। বিশ্বাস কর, তোমাকে মিস করব আমি…।’

রানি রাসমণি জীবনের আধারে তৈরি এই ধারাবাহিকে রানির বিয়ে, সংসার জীবনের গল্প এতদিন দেখেছেন দর্শক। এ বার রাজচন্দ্রের প্রয়াণের পর রানির পাল্টে যাওয়া জীবন, দক্ষিণেশ্বরের মন্দির তৈরি— এ সব থাকবে চিত্রনাট্যে। সেই লক্ষ্যেই তৈরি হচ্ছে গোটা টিম।

দেখুন, বিনোদনের নানা কুইজ

আরও পড়ুন, অমৃতার সঙ্গে শেষ কোথায় সময় কাটিয়েছিলেন সইফ?

Rani will miss her Rajchandra a lot..... it has been almost 2 years we have working together.... Half of the month we spent on quarrelling , debating, fighting, leg pulling of each other.... and the aftershock remains another 15 days sometimes we didn’t talk to much we were like angry birds we fight, we debate but now those things are not going to happen any more...i will cherish our memories forever...sorry for everything trust me i am gonna miss you so much..💔💔💔💔💔

A post shared by Ditipriya Roy (@roy_ditipriya) on

(টলিউডের প্রেম, টলিউডের বক্স অফিস, বাংলা সিরিয়ালের মা-বউমার তরজা -বিনোদনের সব খবর আমাদের বিনোদন বিভাগে।)

Ditipriya Roy রানি রাসমণি দিতিপ্রিয়া রায় TV Tollywood Celebrities
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy