দিতিপ্রিয়া রায় এবং নূর এই মুহূর্তে বাংলা টেলিভিশনের দর্শকদের কাছে পরিচিত মুখ। সৌজন্যে জনপ্রিয় ধারাবাহিক ‘করুণাময়ী রানি রাসমণি’। গত দু’বছর ধরে এই অনস্ক্রিন জুটি দর্শকদের মন জয় করেছে। এ বার গল্পে কিছু পরিবর্তন হল। নূরের চরিত্র অর্থাত্ বাবু রাজচন্দ্র দাসকে আর গল্পে দেখা যাবে না। সে কারণেই অফস্ক্রিনেও প্রতিদিন শুটিংয়ে এখন আর দেখা হবে না দিতিপ্রিয়া-নূরের। ‘রানি’ মিস করবেন ‘রাজচন্দ্র’কে।
সোশ্যাল মিডিয়ায় দিতিপ্রিয়া লিখেছেন, ‘রানি মিস করবে রাজচন্দ্রকে। প্রায় দু’বছর ধরে আমরা একসঙ্গে কাজ করলাম। অর্ধেক মাস তর্ক, ঝগড়া, যুদ্ধ করে কাটত আমাদের। আর মাসের বাকি ১৫ দিন আমদের কথা বন্ধ থাকত। আমরা অ্যাংরি বার্ডদের মতো ছিলাম। কিন্তু সে সব এখন আর হবে না। এই স্মৃতি আমি সারা জীবন মনে রাখব। সব কিছুর জন্য দুঃখিত। বিশ্বাস কর, তোমাকে মিস করব আমি…।’
রানি রাসমণি জীবনের আধারে তৈরি এই ধারাবাহিকে রানির বিয়ে, সংসার জীবনের গল্প এতদিন দেখেছেন দর্শক। এ বার রাজচন্দ্রের প্রয়াণের পর রানির পাল্টে যাওয়া জীবন, দক্ষিণেশ্বরের মন্দির তৈরি— এ সব থাকবে চিত্রনাট্যে। সেই লক্ষ্যেই তৈরি হচ্ছে গোটা টিম।
আরও পড়ুন, অমৃতার সঙ্গে শেষ কোথায় সময় কাটিয়েছিলেন সইফ?
(টলিউডের প্রেম, টলিউডের বক্স অফিস, বাংলা সিরিয়ালের মা-বউমার তরজা -বিনোদনের সব খবর আমাদের বিনোদন বিভাগে।)