Agastya-Suhana

দিদা জয়া সঙ্গে নেই, তাঁর নজর এড়িয়ে সুহানার সঙ্গে চুপিচুপি ধরা পড়লেন অগস্ত্য! সম্মতি দিলেন শ্বেতা

অগস্ত্য তাঁর বাড়ির তিন নারী অর্থাৎ মা, দিদা ও দিদি নব্যাকে বেশ ভয় পান। কখনও প্রেমের সম্পর্কে জড়ালেও এই তিন নারীই আগে সবটা দেখেশুনে নেবেন বলে জানিয়েছিলেন। সুহানার সঙ্গে সম্পর্কের গুঞ্জনে কি তা হলে সিলমোহর পড়ল?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ ১৮:৫০
Share:

অগ্যস্ত ও সুহানার ঘনিষ্ঠতায় সায় দিলেন শ্বেতা! গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

চলতি সপ্তাহে বলিউডে ছিল একগুচ্ছ অনুষ্ঠান। কেউ গিয়েছিলেন অহমেদাবাদের একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। কেউ কেউ ব্যস্ত ছিলেন পোশাকশিল্পী মণীষ মলহোত্রর বাড়ির দীপাবলির অনুষ্ঠানে। সেখানেই নজর কাড়লেন অমিতাভ বচ্চনের নাতনি অগস্ত্য নন্দা ও শাহরুখ-কন্যা সুহানা খান।

Advertisement

প্রতি বার দীপাবলির অনুষ্ঠানে অগস্ত্যকে দেখা যায় হয় মা শ্বেতা বচ্চনের সঙ্গে। অথবা তিনি হাজির হন দিদা জয়া বচ্চনের সঙ্গে। এ বার সেই রীতিতে পড়ল ছেদ। অন্য দিকে আরিয়ান খানের প্রথম সিরিজ় মুক্তি পাওয়ার পর থেকে মা গৌরী খান খানিক আড়ালে। মণীশের বাড়ির পার্টিতেও একাই গেলেন সুহানা। সেই পার্টিতেই অগস্ত্য ও সুহানাকে দেখা গিয়েছে কখনও ফিসফিস করে কথা বলতে, কখনও আবার অভিষেক-অমিতাভ-ঐশ্বর্যার জনপ্রিয় ‘কজরা রে’ গানে প্রাণখুলে নাচতে।

অতীতে অনেক বার শোনা গিয়েছে, অগস্ত্য তাঁর বাড়ির তিন নারী, অর্থাৎ মা, দিদা ও দিদি নব্যাকে বেশ ভয় পান। কখনও প্রেমের সম্পর্কে জড়ালেও এই তিন নারীই আগে সবটা দেখেশুনে নেবেন বলে জানিয়েছিলেন। এ দিনের পার্টিতে অবশ্য অগস্ত্য ও সুহানার সঙ্গে পা মেলাতে দেখা যায় শ্বেতাকেও। তবে কি দীর্ঘ দিন ধরে চলতে থাকা সুহানা-অগস্ত্যর প্রেমের জল্পনায় সিলমোহর পড়ল? শাহরুখ-কন্যার সঙ্গে নিজের ছেলের সম্পর্কে সম্মতি দিলেন শ্বেতা?

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement