Shah Rukh Khan Birthday

পিতৃগর্বে গরবিনি সুহানা, বাবার জন্মদিনে শুভেচ্ছার পাশাপাশি রাখলেন কোন বিশেষ বার্তা?

সুহানা বুঝিয়ে দিয়েছেন তাঁর মুখের আদল যে শাহরুখের মতো, তাতে তিনি গর্বিত। বাবার জন্মদিনে সুহানা আরও বুঝিয়ে দিলেন তিনি পিতৃগর্বে গরবিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৪ ১৯:২৮
Share:

বাবা শাহরুখ খানের মতোই মুখের আদল পেয়েছেন সুহানা খান। ছবি: সংগৃহীত।

আসমুদ্রহিমাচল হিল্লোল ওঠে একটি নামে, শাহরুখ খান। তাঁর জন্মদিনে ভক্তেরা অধীর আগ্রহে অপেক্ষা করেন তাঁর বাড়ির সামনে। রুপোলি পর্দায় নায়কের টোল ফেলা হাসি ৫৯ বছরে এসেও কেড়ে নেয় রাতের ঘুম। তিনি শাহরুখ খান। দু’হাত বাড়িয়ে ভালবাসার জয়গান করেন তিনি।

Advertisement

তবে বয়সের সঙ্গে সঙ্গে নায়কের চেহারায় বদল এসেছে। ‘জওয়ান’ ছবিতে তাঁকে দেখা গিয়েছে বাবার ভূমিকায়। ছেলেকে রক্ষা করতে (যদিও ছেলের চরিত্রেও অভিনেতা নিজেই অভিনয় করেছেন) জান লড়িয়ে দিতে পারেন তিনি। কাঁচা-পাকা চুল, খোঁচা খোঁচা দাড়িতে গত বছর নতুন করে হিল্লোল তুলেছেন শাহরুখ। আগামী বছর মুক্তি পাবে তাঁর নতুন ছবি ‘কিং’। এই ছবিতে নিজের মেয়ে সুহানা খানের সঙ্গে পর্দা ভাগ করবেন বলিউডের বাদশাহ। অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শক। তার আগে জন্মদিনে সুহানা ভাগ করে নিলেন পুরনো ছবি। বাবার জন্য লিখলেন ছোট্ট শুভেচ্ছাবার্তা। আর তাতেই উদ্বেল ভক্তেরা।

শনিবার, ২ নভেম্বর শাহরুখ খানের জন্মদিন। এ দিন দুপুরে ইনস্টাগ্রামে সুহানা ভাগ করে নেন একটি সিপিয়া ছবির কোলাজ। সে কোলাজে ধরা পড়েছেন ‘বাবা’ শাহরুখ খান। চারটি ছবির প্রত্যেকটিতেই শাহরুখকে দেখা যাচ্ছে ছেলে আরিয়ান আর মেয়ে সুহানাকে কোলে নিয়ে। এই সব ছবি আব্রামের জন্মের অনেক আগের। ছবিতে দেখা যাচ্ছে ছেলেমেয়ের সঙ্গে খুনসুটিতে ব্যস্ত শাহরুখ। বেশির ভাগ ছবিতেই বাবার কোল ঘেঁষে দাঁড়িয়ে ছোট মেয়ে সুহানা।

Advertisement

এই ছবির কোলাজ ভাগ করে নিয়েছেন সুহানা। ছবি: সমাজমাধ্যম

ছবি ভাগ করে সুহানা লিখেছেন, “শুভ জন্মদিন, তোমাকেই সবচেয়ে বেশি ভালবাসি এই পৃথিবীতে।” এই ছবিতে সুহানা ট্যাগ করেছেন বাবাকেও। শুধু ছবি নয়, এর পর একটি ভিডিয়োও ভাগ করে নিয়েছেন সুহানা। আসলে সেটি একটি মিম। সেখানে প্রথমে সুহানা, তার পর শাহরুখের মিষ্টি হাসির মুহূর্ত ধরা পড়েছে। নীচে লেখা, “কোথা থেকে পেলে তুমি তোমার এই সৌন্দর্য?” সুহানা কিছু ‘ইমোজি’ ব্যবহার করে বুঝিয়ে দিয়েছেন তাঁর মুখের আদল যে তাঁর বাবার মতো, তাতে তিনি গর্বিত। আসলে সুহানার চেহারা নিয়ে যথেষ্ট মিম ছড়ায় সমাজমাধ্যমে। নিন্দকেরা সমাজমাধ্যমে শাহরুখের চেহারার সঙ্গে সুহানার মিল নিয়েও মজা করেন। কিন্তু বাবার জন্মদিনে সুহানা বুঝিয়ে দিলেন তিনি পিতৃগর্বে গরবিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement