মেরিলে মুগ্ধ সুজিত

সম্প্রতি আনন্দ প্লাসকে দেওয়া একটি সাক্ষাৎকারে সুজিত খোলসা করে বললেন নিজের ইচ্ছের কথা। পরিচালক বলেন, ‘‘আমি মেরিলের ভীষণ বড় ভক্ত। জীবনে কোনও দিনও সুযোগ পেলে ওঁর সঙ্গে অবশ্যই কাজ করতে চাই।’’

Advertisement
শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০১৮ ০০:০১
Share:

হলিউডের অভিনেত্রী মেরিল স্ট্রিপের সৌন্দর্য এবং অভিনয়ের দক্ষতায় মুগ্ধ হয়েছেন বহু মানুষ। তাঁর ভক্তের সংখ্যাও অগুনতি। আর সেই তালিকায় পরিচালক সুজিত সরকারের নাম থাকা অস্বাভাবিক কিছু নয়।

Advertisement

সম্প্রতি আনন্দ প্লাসকে দেওয়া একটি সাক্ষাৎকারে সুজিত খোলসা করে বললেন নিজের ইচ্ছের কথা। পরিচালক বলেন, ‘‘আমি মেরিলের ভীষণ বড় ভক্ত। জীবনে কোনও দিনও সুযোগ পেলে ওঁর সঙ্গে অবশ্যই কাজ করতে চাই।’’ কথা বলার সময়েই সুজিতের চোখেমুখে ফুটে উঠছিল মেরিলের জন্য প্রশংসা। কথা প্রসঙ্গে তিনি এ-ও জানালেন, ‘‘ঋতুদাও (ঋতুপর্ণ ঘোষ) মেরিলকে ভীষণ পছন্দ করতেন। এমনকী ঋতুদার কাজে, লেখাতেও ওঁর ভাবনা প্রচ্ছন্ন ভাবে প্রকাশ পেয়েছে।’’

সম্প্রতি মুক্তি পাওয়া সুজিতের ‘অক্টোবর’ প্রায় সব মহলেই প্রশংসা পেয়েছে। তবে কোনও দিন সুজিত যদি সত্যিই মেরিলের সঙ্গে কাজ করার সুযোগ পান, সেটা বাঙালির কাছে কম গর্বের বিষয় হবে না!

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement