Kolkata Theatre

এই প্রথম নাটকের নির্দেশকের ভূমিকায় সুজয়প্রসাদ, সিদ্ধান্তের নেপথ্য কারণ জানালেন শিল্পী

এই প্রথম কোনও নাটকের নির্দেশনা দেবেন শিল্পী সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়। নারীদিবস উপলক্ষে নাটকটির পরিকল্পনা করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৫ ১৭:২৯
Share:

সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

বিভিন্ন মাধ্যমে অভিনয়ের পাশাপাশি তিনি স্বল্পদৈর্ঘ্যের ছবি পরিচালনা করেছেন। কিন্তু এই প্রথম নাটকের নির্দেশনায় সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়। নেপথ্য ভাবনা জানালেন আনন্দবাজার ডট কমকে।

Advertisement

সুজয়প্রসাদ একটি ইংরেজি নাটক পরিচালনা করতে চলেছেন। নাম ‘হোয়াট আই মিন ইজ়...’। উদ্যোগে ‘দ্য রেড কার্টেন’ এবং ‘স্বয়ম’। নাটকে অভিনয় করছেন শহরের ইংরেজি নাট্যজগতের বেশ কিছু নতুন এবং পুরনো মুখ। সুজয়প্রসাদ বললেন, ‘‘প্রথমে এই নাটকে আমার অভিনয়ের কথা ছিল। সেই মতো মহড়াতেও অংশ নিই। তার পর সকলের সিদ্ধান্তে পরিচালনার ভার নিই।’’

নারীদিবসকে মাথায় রেখেই এই নাটক তৈরি হয়েছে। নাট্যকার শ্বেতাংশু বোরা। সুজয়প্রসাদের কথায়, ‘‘নারীবাদ মানে পুরুষদের বিরোধিতা নয়। বরং সমানাধিকার। যা সামাজিক ভারসাম্য রক্ষা করতে পারে। এই নাটকেও আমরা সে রকম কিছু বার্তা তুলে ধরতে চেষ্টা করেছি।’’ প্রথম বার নাটকের নির্দেশনার অভিজ্ঞতা কী রকম? সুজয়প্রসাদ বললেন, ‘‘সোহাগদির (সোহাগ সেন) কাজ আমি দীর্ঘ দিন দেখেছি, তাঁর থেকে শিখেছি। পরিচালনার ক্ষেত্রে বলতে পারি, তিনি আমার অনুপ্রেরণা।’’ এই মুহূর্তে জোরকদমে নাটকের মহড়া চলছে। প্রডাকশন ডিজ়াইনিং মালিনী পঞ্জাবির। আগামী ৮ মার্চ নারীদিবসে ‘পদাতিক’ প্রেক্ষাগৃহে ‘হোয়াট আই মিন ইজ়...’-এর প্রথম শো।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement