Jacqueline Fernandez

জ্যাকলিনকে জড়িয়ে ধরতে আকুল সুকেশের প্রাণ, জেলে থেকেও নায়িকার জন্য কত কোটি খরচ করবেন?

জ্যকালিনের জন্য গৌরী সেন সুকেশ। কিন্তু উপহার পাবে জ্যাকলিনের অনুরাগীরা। ভারতের যে কোনও শহরে কোটি টাকা মূল্যের ফ্ল্যাট বিলোবেন সুকেশ। কিন্তু শর্ত আছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুলাই ২০২৫ ১৮:৩০
Share:

(বাঁ দিকে) জ্যাকলিন ফার্নান্ডেজ়, সুকেশ চন্দ্রশেখর। ছবি: সংগৃহীত।

আলাপের পর থেকেই তিনি জ্যাকলিন ফার্নান্ডেজ়ের জীবনে ‘সান্তাক্লজ়’। জেলের বাইরে থেকেছেন, তখনও উপহারের বন্যা বইয়ে দিয়েছেন। হাজতবাসের পরেও তিনি তাই-ই। আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর ফের ‘সান্তা’ হয়ে উপুড়হস্ত। প্রিয়তমার প্রেমের কাছে তাবড় নেশা ফিকে! প্রেম মানুষকে কোথা থেকে কোথায় পৌঁছে দেয়। অনেকের মতে, সুকেশ চন্দ্রশেখর তার উদাহরণ। কখনও ঘোড়া, কখনও পারস্যের বিড়াল, কখনও প্রমোদতরী তো কখনও পশুদের চিকিৎসার জন্য হাসপাতাল— নায়িকার মন পেতে কী দেননি সুকেশ! এ বার ফের জ্যাকলিনের জন্য ‘গৌরী সেন’। কিন্তু উপহার পাবে জ্যাকলিনের অনুরাগীরা। ভারতের যে কোনও শহরে কোটি টাকা মূল্যের ফ্ল্যাট বিলোবেন সুকেশ। কিন্তু শর্ত আছে।

Advertisement

সম্প্রতি জ্যাকলিনের ‘দমা দম’ গানটি মুক্তি পয়েছে। বেশ ভাল সাড়া পেয়েছে গানটি। কিন্তু এটাই পর্যাপ্ত নয়, চাই আরও ভিউ। এমনিতেই প্রেমিকাকে ছাড়া মন আকুল। জেলে বসেই সুকেশ লিখলেন, ‘‘তোমাকে খালি জড়িয়ে ধরতে ইচ্ছে করে। দ্রুত আসতে চাই তোমার কাছে।’’ এক দিকে যেমন জ্যাকলিনের জন্য প্রেমের বন্যা বইয়ে দিচ্ছেন, তেমনই তাঁর অনুরাগীদের উদ্দেশে বার্তা দিয়ে লেখেন, ‘‘দমা দম গানকে ভারতে এই বছরের সব থেকে সফল গান বানাতে হবে আপনাদের। বানাতে পারলে এখন থেকে ৯০ দিনের মধ্যে লটারির মাধ্যমে বেছে নেওয়া ১০ জন অনুরাগীকে ১ কোটি মূল্যের ফ্ল্যাট উপহার দেব আমি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement