‘সুলতান’-এর ফার্স্ট লুকে অচেনা সলমন

হালকা পাকানো গোঁফ। বাঁকা চাহনিতে ক্রুর দৃষ্টি। অনেক দিন পরে অচেনা লুকে সামনে এলেন সলমন খান। সৌজন্যে তাঁর আসন্ন ছবি ‘সুলতান’। ফার্স্ট লুক প্রকাশের পর তা টুইটারে শেয়ার করেছেন সল্লু মিঞা নিজেই। এই ছবিতে একজন কুস্তিগীরের ভূমিকায় অভিনয় করছেন সলমন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০১৫ ১৬:১২
Share:

‘সুলতান’-এর ফার্স্ট লুক। ছবি: টুইটারের সৌজন্যে।

হালকা পাকানো গোঁফ। বাঁকা চাহনিতে ক্রুর দৃষ্টি। অনেক দিন পরে অচেনা লুকে সামনে এলেন সলমন খান। সৌজন্যে তাঁর আসন্ন ছবি ‘সুলতান’। ফার্স্ট লুক প্রকাশের পর তা টুইটারে শেয়ার করেছেন সল্লু মিঞা নিজেই। এই ছবিতে একজন কুস্তিগীরের ভূমিকায় অভিনয় করছেন সলমন। ইতিমধ্যেই জোরদার ট্রেনিং শুরু করেছেন ‘ভাইজান’।

Advertisement

‘দঙ্গল’-এ আমির খানও একজন কুস্তিগীরের চরিত্রে অভিনয় করছেন। ওই ছবিতে মহাবীর সিংহ ফোগটের চরিত্রে দেখা যাবে বলিউডের মিস্টার পারফেকশনিস্টকে। এ নিয়ে নাকি মনোমালিন্যও শুরু হয়েছে সলমন-আমিরের। কারণ কুস্তিগীরের চরিত্রে কে ভাল অভিনয় করলেন সে লড়াই শুরু হয়ে গিয়েছে। আর তা চিড় ধরাতে পারে দুই নায়কের বন্ধুত্বেও। যশ রাজ ফিল্মসের ব্যানারে ‘সুলতান’-এর ট্রেনিংয়ের ছবিই শেয়ার করেছেন সলমন। তবে এই ছবির নায়িকা কে হবেন তা নিয়ে এখনও মুখ খোলেনি টিম ‘সুলতান’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement