Aryan Bhowmik trolled

চোখের মণি ঠিকরে বেরিয়ে এসেছে, দৃশ্য দেখে কটাক্ষ সমাজমাধ্যমে, জবাব দিলেন আরিয়ান

‘ভিডিয়ো বৌমা’ ধারাবাহিকে একের পর এক টানটান উত্তেজনা। এরই মধ্যে একটি দৃশ্যকে ঘিরে তৈরি হয়েছে সমালোচনা। সে প্রসঙ্গে কী বললেন আরিয়ান?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২২ মে ২০২৫ ১৬:৩৮
Share:

কতটা প্রভাব পড়ল আরিয়ানের মনে? ছবি: সংগৃহীত।

পরনে খয়েরি রঙের শার্ট। গোটা মুখ রক্তে ভেজা। চোখের মণি ঠিকরে বেরিয়ে এসেছে। আলো-আঁধারি পরিবেশে দাঁড়িয়ে আকাশ। নায়কের এই রূপ দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে। কিন্তু, তাকে দেখে রেগে আগুন মাটি। ‘ভিডিয়ো বৌমা’ ধারাবাহিকের এই দৃশ্য এই মুহূর্তে ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। আরিয়ানের সেই লুকের ছবি পোস্ট করে একের পর এক ছুটে আসছে নেতিবাচক মন্তব্যের বাণ। চারিদিকে হাসির রোল। কেউ কেউ আবার লিখেছেন, ‘ধারাবাহিকের গল্পগুলো এ ভাবেই গাছে ওঠে।’ এই প্রথম নয়, একাধিক বার বিভিন্ন দৃশ্যের জন্য হাসির খোরাক হতে হয়েছে অনেক মেগাকেই। এ ক্ষেত্রেও তা-ই হয়েছে। যদিও কোনও নেতিবাচক মন্তব্য নিয়েই ভাবনা নেই নায়ক আরিয়ান ভৌমিকের।

Advertisement

‘ভিডিয়ো বৌমা’ ধারাবাহিকে নায়কের এই রূপ দেখেই শুরু হয়েছে বিতর্ক। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার ডট কমকে অভিনেতা বললেন, “দর্শকের বিনোদনের জন্যই তো আমরা অভিনয় করছি। পুরো দৃশ্য না দেখে মাত্র কয়েক সেকেন্ডের নিরিখে বিচার করে যদি ওঁরা বিনোদন পান তাতে আমার কিছু বলার নেই।” কাহিনিতে একজন ভ্লগারের চরিত্রে অভিনয় করছেন আরিয়ান। নায়িকার ভাইকে ভয় দেখানোর জন্য পুরোটাই মজার ছলে করেছে আকাশ। ‘ভিডিয়ো বৌমা’র গল্পের দৃশ্যটা এ ভাবেই সাজিয়েছিলেন পরিচালক। কিন্তু সেটা যে এ ভাবে দর্শকের কাছে উপস্থাপিত হবে তা বোঝেননি নির্মাতারা।

এই প্রথম নয় ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকের একটি দৃশ্য নিয়ে এ ভাবেই হাসাহাসি হয়েছিল। যেখানে দেখা গিয়েছিল ভিএফএক্স প্রযুক্তির মাধ্যমে তৈরি একটি বাঘ ঢুকে পড়েছে নায়কের বাড়িতে। পরিবারকে বাঁচাতে এগিয়ে এসেছেন নায়িকা, যা নিয়ে বিপুল সমালোচনা হয়েছিল। তবে এ ক্ষেত্রেও দৃশ্যে পুরো বিষয়টাই মজার ছলে উপস্থাপনার উদ্দেশ্য ছিল, দাবি নায়কের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement