Tiyasha-Sohail

‘পুরুষ প্রতিশ্রুতিবদ্ধ হলে তবেই...’, সোহেলকে নিয়ে তিয়াসার পোস্ট দেখেই শুরু সমালোচনা

অভিনেত্রী তিয়াসা লেপচা এবং সোহেল দত্তের প্রেম নিয়ে চর্চার শেষ নেই। এরই মাঝে প্রেমিকের ছবি পোস্ট করলেন নায়িকা। তা দেখেই শুরু সমালোচনা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মে ২০২৫ ১৭:৪৭
Share:

কটাক্ষের মুখে তিয়াসা। ছবি: সংগৃহীত।

অভিনেত্রী তিয়াসা লেপচা এবং সোহেল দত্তর প্রেম নিয়ে অনেক দিন ধরেই আলোচনা টেলিপাড়ায়। মাঝে তাঁদের প্রেম ভাঙা নিয়ে হয়েছিল বিপুল বিতর্ক। তবে সে সব এখন অতীত। এখন আবারও কাছাকাছি এসেছেন যুগল। বিভিন্ন অনুষ্ঠানে, পার্টিতে তাঁদের একসঙ্গে দেখা যায়। সোহেলকে দর্শক দেখছেন ‘দুগ্গামণি ও বাঘমামা’ ধারাবাহিকে। অন্য দিকে তিয়াসাকে দর্শক দেখছেন ‘রোশনাই’ চরিত্রে।

Advertisement

সোহেলকে নিয়ে তিয়াসার পোস্ট। ছবি: সংগৃহীত।

বুধবার সোহেলের একটি ছবি নায়িকা পোস্ট করেন তাঁর সমাজমাধ্যমের পাতায়। দেখা যাচ্ছে, গাড়িতে বসে রয়েছেন সোহেল। ফোনে কথা বলছেন তিনি। আর তাঁর ডান হাতে বাঁধা রয়েছে তিয়াসার চুলের একটি কালো ব্যান্ড। সেই ছবি পোস্ট করে তিয়াসা লেখেন, “পুরুষ প্রতিশ্রুতিবদ্ধ হলে এমনই হয়।”

ব্যস! সেই ছবি দেখে অনেকেই মন্তব্য করেছেন, “যাঁরা নিজেদের প্রেমিকার ব্যান্ড হাতে না বাঁধে তাঁরা কি তা হলে প্রতিশ্রুতিবদ্ধ নয়?” সে প্রশ্নের জবাবে অভিনেত্রী আনন্দবাজার ডট কমকে বলেছেন, “আমি সেই উদ্দেশে সে কথা লিখিনি। আসলে আমার মাথার ব্যান্ডটা খুলে রেখেছিলাম। সেটাই যাতে হারিয়ে না যায় ও নিজের হাতে বেঁধে রাখে। সেই ভাবেই মিটিংয়েও চলে গিয়েছিল। আমার বেশ ভাল লেগেছে। ও কতটা খেয়াল করে। তাই লিখেছি। তবে এটা কখনও বোঝাতে চাইনি যে যাঁরা এমনটা করে না, তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ নয়।”

Advertisement

সোহেলের অভিনীত ধারাবাহিক প্রায় শেষের পথে। অন্য দিকে তিয়াসাকে ছোট পর্দায় প্রতি দিন দেখলেও টিআরপি তালিকায় সে ভাবে কোনও ফল দেখা যাচ্ছে না। প্রথম পাঁচে এখনও দেখা যাচ্ছে না ‘রোশনাই’ ধারাবাহিক। যদিও তা খুব একটা ভাবাচ্ছে না নায়িকাকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement