Suniel Shetty on Jemimah Rodrigues

স্মৃতি-পলাশের বিয়ে স্থগিত, এমন অবস্থায় জেমাইমার প্রশংসায় পঞ্চমুখ সুনীল

স্মৃতির বিয়ে পিছিয়ে যেতে অস্ট্রেলিয়ায় না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন জেমাইমা। এমন বন্ধুত্ব দেখে আপ্লুত সুনীল শেট্টী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৫ ২০:১৪
Share:

স্মৃতি-জেমাইমার বন্ধুত্ব দেখে আপ্লুত সুনীল। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

স্মৃতি মন্ধানার বিয়ে স্থগিত। ক্রিকেটতারকার হবু স্বামী পলাশ মুচ্ছল নাকি ‘প্রতারক’! এমন অবস্থায় এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেননি স্মৃতি। হাসপাতালে অসুস্থ বাবাকে দেখতে গিয়েছিলেন টুপি দেওয়া জ্যাকেটে মুখ ঢেকে। এ দিকে বিশ্বকাপ জেতার পরেই অস্ট্রেলিয়ায় খেলতে যান স্মৃতির কাছের বান্ধবী ও সতীর্থ জেমাইমা রদ্রিগেজ়। বিয়ের জন্য ফেরেন। স্মৃতির বিয়ে পিছিয়ে যেতে অস্ট্রেলিয়ায় না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এমন বন্ধুত্ব দেখে আপ্লুত সুনীল শেট্টী।

Advertisement

বিগ ব্যাশ লিগে (বিবিএল) ব্রিসবেন হিটের হয়ে খেলছিলেন জেমাইমা। তিনটি ম্যাচ খেলার পরেই ভারতে ফিরেছিলেন। আর এই মরসুমে খেলা হবে না তাঁর। জেমির এমন পদক্ষেপ নিয়ে এমনিতেই চর্চা নেটমহলে। এ বার সুনীল বাহবা দিলেন জেমাইমা ও স্মৃতির বন্ধুত্বকে। তিনি একটি পোস্টে লেখেন, ‘‘সকালে একটা খবর পড়ে মনটা ভরে গেল। এই সময়ে স্মৃতির পাশে দাঁড়াবে বলে জেমাইমা বিবিএল ছেড়ে দিল। কোনও বড় কথা নয়, একে বলে সহমর্মিতা। যথার্থ সতীর্থের কাজ করেছেন।’’

গত ২৩ নভেম্বর সুরকার পলাশের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল স্মৃতির। কিন্তু, ওই দিনই স্মৃতির বাবা শ্রীনিবাস হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তখনই বিয়ে পিছিয়ে দেওয়া হয়। পরে পলাশও হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে পলাশের সঙ্গে নৃত্যপ্রশিক্ষক মেরি ডি’কোস্টার সম্পর্কের কথা প্রকাশ্যে এসেছে। যদিও মেরি দাবি করেছেন, যাঁর সঙ্গে পলাশের চ্যাট প্রকাশ্যে এসেছে তিনি সেই মহিলা নন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement