Sunil Shetty

Suniel Shetty: বলিউড তারকা ভুল করলেই বলা হয়, ও চোর কিংবা ডাকাত: সুনীল

বলিউড মানেই মাদকাসক্তের ভিড়ে ঠাসা নয়, ব্যাখ্যা সুনীল শেট্টির। তারকারা ভুল করলেই কেন চোরের তকমা? প্রশ্ন অভিনেতার।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২৯ জুন ২০২২ ১৪:১৮
Share:

সুনীল শেট্টি।

বলিউড মানেই কি স্রেফ মাদকাসক্তদের ভিড়? প্রশ্ন তুললেন সুনীল শেট্টি। সিবিআই আয়োজিত এক মাদকবিরোধী অনুষ্ঠানে গিয়েছিলেন অভিনেতা। সেখানেই এ নিয়ে নিজের মতামত জানান সুনীল।

Advertisement

‘হেরাফেরি’র অভিনেতার কথায়, ‘‘তারকা হলে বোধহয় তাঁকে নিশানা করা সহজ। বলিউডের কেউ একটা ভুল করলেই বলা হয়, ‘ও তো চোর’ কিংবা ‘ও একটা ডাকাত’! এটা কি খুব জরুরি?’’

সদ্য মাদক-যোগে ধরা পড়েছিলেন শক্তি কপূরের পুত্র সিদ্ধান্ত কপূর। তাঁর আগে প্রমোদতরীর মাদক-কাণ্ডে বিস্তর টানাপড়েন চলেছে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে নিয়েও। মাসখানেকের কারাবাস এবং পরবর্তীতে এনসিবির দীর্ঘ জিজ্ঞাসাবাদ পেরিয়ে সদ্য ক্লিনচিট পেয়েছেন তিনি।

Advertisement

এখানেই সুনীলের বক্তব্য, ‘‘বলিউড মানেই মাদকাসক্তের ভিড়ে ঠাসা, এটা কেন ধরে নেওয়া হচ্ছে? ৩০ বছর ইন্ডাস্ট্রিতে আছি। আমার এমন অন্তত ৩০০ জন বন্ধু আছেন, যাঁরা চিরকাল এ সব থেকে অনেক দূরে। আর ছোটরা ভুল করলে তাদের ক্ষমাও তো করা যায়!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন